নদীয়া: নদীয়ার (Nadia) গর্ব, পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির দুর্গাপুজো (Durga Puja) এবার পা দিল ৫০ তম বর্ষে। হস্তচালিত তাঁত শিল্পের এই দিকপালের বাড়ির পুজোতেও ধরা পড়েছে থিমের ছোঁয়া।
বাড়ির অন্দরমহল ও বহিরাঙ্গনে তৈরি হয়েছে এক বিশেষ পরিবেশ—পুরনো দিনের রাজবাড়ির আদলে মণ্ডপ। রয়েছে জমিদারি আমলের নাটমন্দির, ঝাড়বাতি এবং প্রাচীন দিনের আসবাবপত্র।
আরও পড়ুন: নবদ্বীপে বিজেপির প্রতিবাদ সভার পাল্টা প্রতিবাদ সভা তৃণমূলের
এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ, দুটি মাতৃমূর্তি। একটিতে থিমের সঙ্গে মিল রেখে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। অন্য মূর্তি সম্পূর্ণ সাবেকিয়ানা, ডাকের সাজে সজ্জিত, যেখানে তাঁতশিল্পে ব্যবহৃত জরির অংশ জায়গা করে নিয়েছে দেবী অলঙ্কারে।
এই বিশেষ মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। বসাক পরিবারের দাবি, আগামী কয়েক দিনে তাঁরা নদিয়ার মানুষকে ফিরিয়ে দিতে চান এক টুকরো পুরনো বনেদিয়ানার আবহ।
দেখুন আরও খবর: