Thursday, August 28, 2025
HomeScrollমহাশিবরাত্রিতে এই তিন রাশির উপর দেবকৃপা বর্ষিত হবে

মহাশিবরাত্রিতে এই তিন রাশির উপর দেবকৃপা বর্ষিত হবে

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরে মহাশিবরাত্রি (Mahashivratri)। এটি হিন্দুশাস্ত্রে (Hinduism) একটি ধর্মীয় উৎসবের অঙ্গ। শিবরাত্রি হল শিব ও পার্বতীর মিলন (Shiva and Parvati)। দেবী পার্বতীর অন্য নাম শক্তি। শিব ও শক্তির মিলনের উত্‍সব হল শিবরাত্রি। আগামী ২৬ ফেব্রুয়ারি (26 February) রয়েছে মহাশিবরাত্রি।

এমন দিনে বিশেষ পদ্ধতি মেনে শিবের পুজো করা হয়। সারাদিন উপবাস থেকে শিবলিঙ্গে  জল ঢালা হয়।  জ্যোতিষ শাস্ত (Horoscope) মতে এই তিথি পুণ্যযোগ তৈরি হচ্ছে।  ২০২৫ সালের শিবরাত্রিতে শ্রাবণ নক্ষত্র থাকছে। সেই সময় সন্ধ্যা ৫.০৮ মিনিটে শ্রাবণ নক্ষত্র থাকবে। এছাড়াও শিবরাত্রিতে থাকবে পরিধ যোগ।  এই সময় কিছু রাশির উপর দেবকৃপা বর্ষিত হবে।

আরও পড়ুন: সরস্বতীর আশীর্বাদে ভাগ্য উজ্জ্বল কোন রাশির জাতকদের?

মেষ

আপনার ভাগ্যে উন্নতির যোগ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। যদি ব্যবসা করে থাকেন, তাহলে বিভিন্ন দিক দিয়ে সুযোগ আসবে। চাকুরিজীবীদের জন্যেও খুব ভালো সময়। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক পরিস্থিতি দুর্দান্ত গতিতে ছুটবে। বেতন বাড়বে। যারা বহুদিন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে।

 

মিথুন

কেরিয়ারে প্রবল উন্নতির যোগ। যেকোনও ধরনের আর্থিক বাধা দূর হবে। ব্যবসা ও চাকুরি দুই ক্ষেত্রেই ভাগ্য আপনার সাথ দেবে। ব্যবসায় কোনও বড় ধরনের  চুক্তি পত্র সাইন করতে পারেন। অন্যদিকে চাকুরিজীবীদের ক্ষেত্রে পদ ও বেতন দুই বাড়বে। মিথুন রাশির ওপর দেবকৃপা থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিনের কোনও মনোবাঞ্ছা পূর্ণ হবে। মানুষের কাছে ভালোবাসা ও সম্মান পাবেন। এতদিন যারা আপনাকে দূরে সরিয়ে রেখেছিল, তারাও নিজের ভুল বুঝতে আপনাকে কাছে টেনে নেবে।

 

সিংহ

মহাশিবরাত্রি আর্থিক রূপে সৌভাগ্যবান করে তুলবে। প্রেম জীবনেও সুখ আসবে। বিয়ের যোগ আছে। দাম্পত্য জীবনে সুখের সাগরে ভাসবেন। মনের মতো জীবনসঙ্গী পাবেন। চাকুরি ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। টাকা রোজগারের নতুন সুযোগ তৈরি হবে।  নতুন কোনও ব্যবসার প্রস্তাব আসতে পারেন। কোনও ঋণ থাকলে তা মিটে যাবে। সম্পত্তি বাড়বে। হঠাৎ করে অর্থলাভ হওয়ার যোগ। গাড়ি,বাড়ি ক্রয় করতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ প্রবল।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News