Friday, December 19, 2025
HomeScrollফের বিজেপিকে ওপেন চ‍্যালেঞ্জ অভিষেকের, কী বলবে বিজেপি?
Abhishek Banerjee

ফের বিজেপিকে ওপেন চ‍্যালেঞ্জ অভিষেকের, কী বলবে বিজেপি?

২০২১-এর থেকে ১টা হলেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা: বছর ঘরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামাম। ভোটের আগে রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী উভয়েই। মঙ্গলবারই রাজ্যে এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এই আবহে ফের একবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রীতিমতো বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ২০২১-এর থেকে ১টা হলেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বাড়বে ভোটের শতাংশের হার। এত হয়ে গেল আমি চ্যালেঞ্জ করেছি। বিজেপির কোনও নেতা তা গ্রহণ করতে পারে নি।

এদিন অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এসআইআর, ডিআইআর, বিআইআর করে নাও, ২০২১-এর থেকে ১টা হলেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এমনকী ২০২১ এর তুলনায় তৃণমূলের ভোটের শতাংশের হারও বাড়বে। আর যদি না বাড়ে বিজেপির নেতারা যা বলবেন তা করব। তা যদি বাড়ে ১০ লক্ষ বাঙালির সামনে ক্ষমা চেয়ে ২ কোটি টাকা চেয়ে আটকে রেখেছে সেটা দিতে হবে ,সাতদিনের মধ্যে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। ভয় পেয়ে রয়েছে বিজেপি।

আরও পড়ুন: যুবভারতী কাণ্ডে গ্রেফতার আরও এক, সকালেই মাঠ পরিদর্শনে SIT কমিটি

ভোটের আগে রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী উভয়েই। উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ভোট বৈতরণী পার করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার শাসক শিবির তৃণমূল। ঝে দুই মহিলা সাংসদদের মধ্যে অশান্তি খবর সামনে আসে। শুধু তাই নয়, সংসদের বাইরে ই-সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে জড়ান এক তৃণমূল সাংসদ। এই অবস্থায় আসরে নামেন লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদের নিয়ে বৈঠকে মত বিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মত বিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

দেখুন ভিডিও

Read More

Latest News