Monday, January 26, 2026
HomeScrollশুভাংশু শুক্লা-র হাতে অশোক চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Shubhanshu Shukla

শুভাংশু শুক্লা-র হাতে অশোক চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

মহাকাশ অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল

ওয়েব ডেস্ক : অশোক চক্র সম্মানে ভূষিত হলেন ভারতের বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। প্রজাতন্ত্র দিবস (Republic day 2026) উপলক্ষ্যে এই বিশেষ সম্মান তাঁর হাতে তুলে দিতেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। মহাকাশ অভিযানে (Space expedition) অসাধারণ সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য এই সম্মানে সম্মনিত হলেন তিনি।

এ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনের আওতায় তিন সহকর্মীর সঙ্গে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তিনি গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। উইং কমান্ডার রাকেশ শর্মার পর তিনিই ভারতের দ্বিতীয় মহাকাশযাত্রী হিসেবে ইতিহাস গড়েন। প্রায় ২০ দিন মহাকাশে ছিলেন তিনি। তার পর আবার ফিরে এসেছেন পৃথিবীতে। তবে এই অভিযানে তিনি ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। এর মধ্যে জৈববিজ্ঞান, নিউরোসায়েন্স, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত উপাদান বিজ্ঞান সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণা অন্তর্ভুক্ত ছিল। তাঁর এই কাজ আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

আরও খবর : প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, পরিবেশন হচ্ছে বন্দিদের তৈরি কেক!

তবে, মহাকাশ অভিযানের সময় শুভাংশু শুক্লাকে (Shubhanshu Shukla) একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, মানবদেহে অস্বাভাবিক পরিবর্তন, জটিল ও সূক্ষ্ম পরীক্ষার চাপ-সবকিছুর মধ্যেই তিনি দৃঢ়তা বজায় রাখেন। পৃথিবী থেকে বহু দূরে, সীমিত পরিকাঠামো ও ক্রমাগত চাপের মধ্যেও কোনও পরীক্ষাই তিনি থামাননি।

এই সময়ে মাথাব্যথা, পেশিতে টান, অস্বস্তি, শারীরিক সমস্যা, মানসিক চাপ ও ক্লান্তির মতো নানা সমস্যার সঙ্গে লড়াই করেও তিনি সব কাজ সম্পন্ন করেন। তাঁর এই অসামান্য সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা বিশ্বজুড়ে হয়েছে। এই সব কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার হাতে অশোক চক্র তুলে দিল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News