Sunday, January 18, 2026
HomeScrollভক্তিরসে মজে শুভশ্রী, ইয়ালিনির জন্মদিনে নাচলেন হরিনাম সংকীর্তনে
Raj-Subhashree

ভক্তিরসে মজে শুভশ্রী, ইয়ালিনির জন্মদিনে নাচলেন হরিনাম সংকীর্তনে

ইয়ালিনির জন্মদিনে ধুমধাম নয়, হল জগন্নাথের পুষ্পাভিষেক, দেখুন সেই ছবি

কলকাতা: দেখতে দেখতে দুই বছরে পা রাখল শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ছোট্ট ইয়ালিনি (Yaalini Birthday)। মেয়ে ইয়ালিনির দ্বিতীয় জন্মদিনে বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পঅভিষেকের আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। বিশেষ দিনে সাদা পোশাকে রাজ-শুভশ্রী-ইয়ালিনি-ইউভান সেজে উঠেছিলেন। ইয়ালিনির জন্মদিনে ধুমধাম নয়, হল জগন্নাথের পুষ্পাভিষেক,শুভশ্রী নাচলেন হরিনাম সংকীর্তনে। রাজ ও শুভশ্রী দুজনেই মেয়ের জন্মদিন উদযাপনের ফোটো আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এদিন।

ইয়ালিনি ২ বছরের জন্মদিন পালন করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও শুভশ্রী এখনও কোনও জন্মদিনের পোস্ট প্রকাশ করেননি। রাজ মেয়ের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া ছবি দিয়েছেন । প্রথম ছবিতেই দেখা যায়—ইয়ালিনির পায়ের কাছে মাথা রেখে আবেগে ভাসছেন রাজ। পরের কয়েকটি ছবিতে বাবা–মেয়ের নিরিবিলি আদর–ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে। ছবিগুলোর সঙ্গে রাজ লিখেছেন, “শুভ জন্মদিন ইয়া মা।”

আরও পড়ুন: মেয়ে হওয়ার আনন্দে পাপারাজ্জিদের মিষ্টি বিলি রাজকুমারের!

এক্কেবারে অন্য রকম ভাবে মেয়ের জন্মদিন পালন করলেন রাজ-শুভশ্রী। তবে কোনো পার্টি নয়, এই বিশেষ দিনে বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পঅভিষেকের আয়োজন করেছিলেন দম্পতি। রাজ ও শুভশ্রী দুজনেই মেয়ের জন্মদিন উদযাপনের ফোটো আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এদিন। সকলেরই সাদা রঙের পোশক। সোনালি পাড়ের একটি সাদা শাড়ি পরেছিলেন ইউভান-ইয়ালিনির মাম্মা শুভশ্রী। শেয়ার করা ভিডিওতে কীর্তনের আওয়াজ পাওয়া গেল। ফুলের পাঁপড়ির মাঝে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তিরসে মজে ছিলেন শুভশ্রী। ইউভান ও ইয়ালিনিকেও দেখা গেল ফুলের পাঁপড়িতে জগন্নাথ দেবের অভিষেক করতে। অবশ্য ছোট্ট ইয়ালিনির জন্য কেকও আনা হয়েছিল। একটি কাটা হয় ঠিক রাত বারোটায়। দাদার সঙ্গে কেক কাটে ইয়ালিনি।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

 অন্য খবর দেখুন

Read More

Latest News