Saturday, October 11, 2025
HomeScrollশনিবারের রাশিফল: প্রেমে কার হাসি ফুটবে, অর্থে কার ঘুরবে চাকা?
Horoscope Today

শনিবারের রাশিফল: প্রেমে কার হাসি ফুটবে, অর্থে কার ঘুরবে চাকা?

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: শনিবার, ১১ অক্টোবর ২০২৫- এর রাশিফল (Horoscope Todauy)। কার ভাগ্যের মোড় ঘুরবে? কারই বা কপাল পুড়ল (Rashifal)? জানুন সবিস্তারে (Aajker Rashifal Update)।

মেষ – দায়িত্ব বাড়লেও আত্মবিশ্বাসে দিন কাটবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে আরও দায়িত্ব নিতে হতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য নিশ্চিত। খরচের পরিকল্পনা করে চলুন। পরিবারে স্নেহ পাবেন।

বৃষ – ব্যবসায় লাভ, সম্পর্কেও উষ্ণতা আসবে। আজ ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সঠিক সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে।

আরও পড়ুন: ১২টি রাশির মধ্যে আজ লাকি কে?

মিথুন – পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। পরিবারে ছোটখাটো মতবিরোধের সম্ভাবনা। কাজের জায়গায় দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। আর্থিক দিক স্থিতিশীল। ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়।

কর্কট – ভাগ্যের জোরে অগ্রগতি। ভাগ্যের সহায়তা আজ প্রাপ্তিযোগ্য। কাজের সাফল্যে মন ভালো থাকবে। প্রেম ও পারিবারিক জীবন শুভ। অপ্রয়োজনীয় ব্যয় থেকে সাবধান।

সিংহ – নতুন সাফল্যের ইঙ্গিত। কর্মস্থলে প্রভাবশালী ব্যক্তির প্রশংসা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের কারও কাছ থেকে সুখবর আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।

কন্যা – পরিশ্রমে মিলবে পুরস্কার। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা। আত্মবিশ্বাস বজায় রাখলে সাফল্য নিশ্চিত। অতি আত্মবিশ্বাসে ক্ষতি হতে পারে।

তুলা – চিন্তা থেকে মুক্তি, মিলবে নতুন সুযোগ মিলবে। মানসিক অস্থিরতা কাটিয়ে আজ অনেকটা স্বস্তি পাবেন। ব্যবসায় বা চাকরিতে উন্নতির সম্ভাবনা। বন্ধু বা সহকর্মীর সাহায্যে উপকার পাবেন।

বৃশ্চিক – গোপন শত্রু থেকে সতর্ক থাকুন। কাজে সাফল্য মিললেও হিংসুক ব্যক্তির কারণে বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে স্থিতি ফিরবে। আর্থিক দিক শুভ।

ধনু – আত্মবিশ্বাসই আজ সাফল্যের চাবিকাঠি। নিজের যোগ্যতায় আজ নতুন দিগন্ত খুলবে। বন্ধুর সহযোগিতা পাবেন। ভ্রমণ বা আলোচনায় লাভের সম্ভাবনা। পরিবারে আনন্দের পরিবেশ।

মকর – কাজের পরিবর্তনে আসবে উন্নতি। কর্মস্থলে পরিবর্তন ঘটতে পারে, যা আপনার পক্ষে যাবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। পরিবারের সঙ্গে সময় কাটান, সম্পর্ক আরও গভীর হবে।

কুম্ভ – সৃজনশীল চিন্তায় সাফল্য। আজ নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে। লেখালেখি, শিল্প বা সৃজনশীল পেশায় যুক্তদের জন্য শুভ দিন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

মীন – মন প্রশান্ত, সাফল্যের ইঙ্গিত রয়েছে। আজ মানসিকভাবে অনেকটা হালকা লাগবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ। অর্থের স্থিতি ও সম্মান দুটোই বাড়বে। ভ্রমণ আনন্দদায়ক।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News