Sunday, August 3, 2025
HomeScrollগোরুমারা জঙ্গল বন্ধ হতে আর সাতদিন, ভিড় পর্যটকদের
Gorumara National Park

গোরুমারা জঙ্গল বন্ধ হতে আর সাতদিন, ভিড় পর্যটকদের

পর্যটকদের প্রবেশ নিষেধ থাকবে আগামী তিন মাস

Follow Us :

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গলে ঘেরা চারিদিক। শীতকাল হোক বা গ্রীষ্মকাল সবসময়ই উত্তরবঙ্গে (Northbengal) পর্যটকদের ভিড় ঠাসা থাকে। কখনও বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha) আবার কখনও সবুজে ঘেরা লাটাগুড়ি ফরেস্টে (lataguri forest) পর্যটক থাকে সর্বত্র। কিন্তু ফরেস্টে (forest) প্রবেশাধিকারের ক্ষেত্রে একাধিক নিয়ম কানুন বেঁধে দিয়েছে সরকার। গোটা দেশের জাতীয় বন ও পরিবেশের নিয়ম মেনে ১৫ জুনের পর তিন মাসের জন্য বন্ধ হয়ে যাবে জাতীয় ও সংরক্ষিত উদ্যান।

উত্তরবঙ্গের গোরুমারা অভয়ারন্য (Gorumara National Park) বিশ্ববিখ্যাত। গোরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park) উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। যা শিংওয়ালা গণ্ডারের জন্য বিখ্যাত। পাশাপাশি এখানে এশিয়াটিক এলিফ্যান্ট, ইন্ডিয়ান গৌড় (বাইসন), সাধারণ চিতাবাঘ, ভারতীয় দাগযুক্ত হরিণ, সাম্বার হরিণ, বার্কিং ডিয়ার ইত্যাদি এই জাতীয় উদ্যানে দেখা যায়।

আরও পড়ুন: ফেস্টিভ মুডে সেজে উঠেছে দার্জিলিং! কতদিন চলবে ‘সামার ফেস্টিভাল’?

তবে ১৫ জুন থেকে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বন্ধের খবর মিলতেই পর্যটকদের ভিড় জমেছে। পর্যটকদের প্রবেশ নিষেধ থাকবে আগামী তিন মাস। আর এক সপ্তাহ বাকি জঙ্গল বন্ধ হতে। তাই পর্যটন ব্যবসারও শেষ মুহুর্তের বেচা কেনা চলছে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39