কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), যাঁর জীবন সর্বদাই চর্চার কেন্দ্রে। বিশেষ করে ব্যক্তিগত জীবন, যদিও এইসব নিয়ে একেবারেই ভাবেন না নায়িকা। নিজের মতো করেই জীবন কাটাতে ভালোবাসেন তিনি। মাঝে মধ্যেই লাস্যময়ী ছবি দিয়ে নেট দুনিয়ায় ঝড় তোলেন নায়িকা। সম্প্রতি নিজের স্নানের ছবি পোস্ট করলেন নায়িকা। শীতে মধ্যে অভিনেত্রীর ছবি যেন আগুন ঝরাচ্ছে। চোখ রাখব সেই ছবিতে
সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন শ্রাবন্তী। অভিনয়ের সঙ্গে চুটিয়ে ফোটশ্যুটও করছেন।মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি পোস্ট করে আগুন ধরান সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে একঝাঁক ফেনার মধ্যে শরীর ডুবিয়ে রয়েছেন শ্রাবন্তী। চুল উঁচু করে বাধা, মুখে নেই কোনও মেকআপ। এই শীতের মরশুমেও তিনি যে স্নান করাটা উপভোগ করছেন, তা বোঝাই যাচ্ছে। তাঁর ছবি দেখে বোঝা যাচ্ছে শীতের মপশুমে তিনি এই স্নান কতটা উপভোগ করছেন। নায়িকা এই ছবির ক্যাপশনে লেখেন, নিজেকে জল দিতে থাকুন। নেটপাড়ায় শ্রাবন্তীর এই ছবি রীতিমতো ঝড় তুলেছে।

আরও পড়ুন:দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে মধুমিতা
অন্য খবর দেখুন







