কলকাতা: শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) স্টাইল এবং ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের চমকে দেন। সাম্প্রতিক ফটোশ্যুটে একেবারে অন্য ধরনের সুন্দরী গ্ল্যামারস লাগছে তাঁকে। ব্যাপক সাড়া ফেলেছে নায়িকার নতুন ছবি, যেখানে তাঁকে অত্যন্ত স্নিগ্ধ এবং গ্ল্যামারাস অবতারে দেখা যাচ্ছে। দুধ সাদা বিছানার উপর শুয়ে নায়িকা। মায়াবী লুকে ধরা দিলেন রাজ ঘরনী।

ইউভান ও ইয়ালিনির মা শুভশ্রীর ফিটনেস রীতিমতো ঈর্ষণীয়। অনেক তারকাই মা হওয়ার পর এরকম ফিগার ধরে রাখতে পারেননি। শুভশ্রী মা হওয়ার পর ফিট। টলিপাড়ার নায়িকা শুভশ্রী স্টাইলের দিক থেকে সবাইকে পিছনে ফেলে দেবে।

নায়িকার শেয়ার করা পোস্টে তাঁকে সাদা রঙের বাথরব জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। দুধ সাদা বিছানার উপর শুয়ে রয়েছেন রাজ ঘরণী।

তাঁর স্নিগ্ধ চাউনি আপনার মন কাড়বে। হালকা মেকআপেই নজরকাড়া নায়িকা। কিছুদিন আগেই চুল কেটেছেন শুভশ্রী আর নিজের এই নতুন লুকস দিয়েই নেটপাড়ায় উষ্ণতা ছড়িয়েছেন।

শুভশ্রীর এই লুকস তাঁর বয়স অনেকটাই কমিয়ে দিয়েছে, তাঁকে দেখে বিশ্বাস করা কঠিন যে তিনি দুই বাচ্চার মা। শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে তাঁর কেরিয়ারের এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি গ্ল্যামারের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন বলিষ্ঠ চরিত্রকে।







