ওয়েবডেস্ক- দোরগোড়ায় ২০২৬। পাঁচরাশির জাতক-জাতিকাদের (Zodiac Sign) জীবনে এই বছরটি সাফল্যে ভরে যাবে। আর্থিক দিক দিয়ে লাভের (Financial Gains) মুখ দেখবে এই পাঁচ রাশি। বিশেষজ্ঞদের অনুমান এই বছরটি বৃষ রাশির জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে। এছাড়াও লাভবান হবেন বাকি রাশিগুলি।
বৃষ রাশি- সৌভাগ্যবান হতে চলেছে এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক দিয়ে উন্নতি। সম্পত্তি বৃদ্ধি। অপ্রত্যাশিত লাভ। কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি। সঞ্চয় বাড়বে।
সিংহ রাশি- সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়বে। প্রেম জীবনের পুরনো ভুল বোঝাবুঝি কাটবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর কৃপায় ধনলাভ। আর্থিক ভাগ্য সাথ দেবে। শনির প্রভাব কমবে বলেই জাতক-জাতিকাদের জীবনে সাফল্য আসবে।
বৃশ্চিক রাশি- কেরিয়ার, প্রেম ও অর্থ—তিন ক্ষেত্রেই নতুন সূচনার ইঙ্গিত রয়েছে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা চলবে। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। কেরিয়ারে বিদেশ যাত্রার যোগ। মার্চ মাসের পর বেতন বৃদ্ধি।
আরও পড়ুন- ছাব্বিশে দুনিয়া দখল করবে এই রাশির জাতকরা
কন্যা– কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং জীবনে নতুন সুযোগ আসবে। প্রেম জীবনে স্থিতিশীলতা থাকবে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। পরিশ্রমের ফল পেতে শুরু করবেন।
মকর রাশি- ২০২৬ নয়া সাফল্য নিয়ে আসছে। সুখ-শান্তি-সমৃদ্ধি আপনার জীবনে আসবে। ভাগ্য আপনার সাথ দেবে। জীবনে সফলতা আসবে। কর্মক্ষেত্র ও সাংসারিক জীবনে উন্নতি। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, সুনাম বাড়বে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







