Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScroll'দাগী' প্রার্থীর আবেদন খারিজ, এসএসসিকে বার্তা সুপ্রিম কোর্টের

‘দাগী’ প্রার্থীর আবেদন খারিজ, এসএসসিকে বার্তা সুপ্রিম কোর্টের

ঠিক কী নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ?

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এক অযোগ্য প্রার্থীর আবেদনে সুপ্রিম কোর্টের (Supreme Court) কঠোর অবস্থান। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, তাঁদের জন্য আদালতের দরজা খোলা নয়। সেই সঙ্গে সামাজিক বার্তা দিয়েছে শীর্ষ আদালত— যোগ্যদের অধিকার ছিনিয়ে অন্য কেউ চাকরি পাবে, এটা মেনে নেওয়া যায় না।”

আবেদনকারী আদালতে দাবি করেছিলেন, চাকরি না থাকায় তিনি পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। কিন্তু বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, দুর্নীতির মাধ্যমে পাওয়া চাকরির সুযোগ আইনের চোখে গ্রহণযোগ্য নয়। আদালতের কড়া বার্তা— এসএসসি-কে (স্কুল সার্ভিস কমিশন) সঠিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি, মৃত নাবালক

বিশেষজ্ঞ মহলের মতে, সুপ্রিম কোর্টের এই রায় শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের যাবতীয় সরকারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করল।

দেখুন আরও খবর: 

Read More

Latest News