Monday, December 8, 2025
HomeScrollরাজ্য বার কাউন্সিলগুলির নির্বাচনে মহিলা সংরক্ষণে সুপ্রিম নির্দেশ
Supreme Court

রাজ্য বার কাউন্সিলগুলির নির্বাচনে মহিলা সংরক্ষণে সুপ্রিম নির্দেশ

পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের

ওয়েবডেস্ক-  সারা দেশে রাজ্য বার কাউন্সিলগুলির (State Bar Councilsনির্বাচনে ৩০ শতাংশ মহিলা সংরক্ষণের (30 percent women  reservation) নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। নির্দেশ প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য বার কাউন্সিলগুলিতে, যেখানে নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি সেখানে ৩০ শতাংশ আসন মহিলা আইনজীবীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। বর্তমান বছরের জন্য ২০% আসন মহিলা সদস্যদের নির্বাচনের মাধ্যমে এবং ১০% সহ-বিকল্পের মাধ্যমে পূরণ করতে হবে।  বার কাউন্সিলে মহিলাদের সংখ্যা অপর্যাপ্ত হতে পারে। সেসব কাউন্সিলের ক্ষেত্রে বিকল্পের প্রস্তাব আদালতের সামনে উপস্থাপন করা হোক।

আরও পড়ুন-  জরুরি শুনানির দরকার নেই! ইন্ডিগো মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

আদালতের পর্যবেক্ষণ ছয়টি বার কাউন্সিলে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেখানে মহিলাদের জন্য আসন নির্দিষ্ট করা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে।

তবে নিশ্চিত করতে হবে যে অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার চারটি বার কাউন্সিলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা পূর্ণ মনোবলের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আইনজীবী-ভোটাররাও বারের মহিলা সদস্যদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করবেন।

বিহার এবং ছত্তিশগড়ের বার কাউন্সিলের নির্বাচনও অবহিত করা হয়েছে। তাই এই দুটি বার কাউন্সিলকেও বাদ দেওয়া হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News