Monday, October 6, 2025
spot_img
Homeশ্বশুরবাড়ি নেই, কোথায় জামাইষষ্ঠী সারছেন দিলীপ ঘোষ?

শ্বশুরবাড়ি নেই, কোথায় জামাইষষ্ঠী সারছেন দিলীপ ঘোষ?

কলকাতা: রবিবার সকালেই আক্ষেপ করছিলেন সংবাদমাধ্যমে। শ্বশুরবাড়ি নেই, জামাইষষ্ঠী (Jamaishasti 2025) হয়তো হবে না! তবে আক্ষেপ মিটিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারের মামারবাড়িতে জামাইষষ্ঠী সারতে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

জানা গিয়েছে, মুকুন্দপুরের অর্জুন পার্কে রিঙ্কুদেবীর মামারবাড়ি। এদিন রিঙ্কুদির সঙ্গে শীলভিলায় পৌঁছে যান দিলীপ। জামাইষষ্ঠীর দিন রিঙ্কুদেবীর পরনে ছিল গাঢ় পেঁয়াজ রঙা হ্যান্ডলুম শাড়ি। দিলীপের পরনে ছিল সাদা পোশাক। উলুবেড়িয়ায় তাঁতিবেড়িয়াতে আরএসএসের তরফে ডাকা হয়েছে তাঁকে। দিলীপ সেখানেও যাবে বলে খবর।

আরও পড়ুন: রাজারহাটে CFSL-র উদ্বোধন করলেন অমিত শাহ

সদ্য গাঁটছড়া বেঁধেছেন বিজেপি নেতা। এবছরই তাঁর প্রথম জামাইষষ্ঠী। শ্বশুরবাড়িতে ভূরিভোজ সারবেন তিনি। কিন্তু সেই সুখ থেকে বঞ্চিত প্রাক্তন বিজেপি সাংসদ। কারণ তাঁর শ্বশুরবাড়ি নেই। দিলীপের কথায়, “আমার শ্বশুরবাড়িই নেই, এমন জামাই আমি। দেখি কোথায় জামাইষষ্ঠী করি।” তারপরই মুকুন্দপুরে মামাশ্বশুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News