মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেসের (TMC) মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পর্যায়ের ‘SIR’ (Special Intensive Revision) পর্যবেক্ষক ঋতব্রত ভট্টাচার্য বুধবার ভগবানগোলা বিধানসভার দুটি গুরুত্বপূর্ণ ওয়ার রুম পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ জেলার শীর্ষ নেতৃত্ব।
এদিন প্রথমে তিনি ভগবানগোলা ব্লক–১ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্থাপিত ‘SIR’ ওয়ার রুমটি ঘুরে দেখেন। পরে যান ব্লক–২ এর ওয়ার রুমে। প্রতিটি কেন্দ্রেই SIR কার্যক্রমের অগ্রগতি, ডিজিটালাইজেশন প্রক্রিয়া ও মাঠ পর্যায়ের সংগঠনমূলক কাজ পর্যালোচনা করেন তিনি।
আরও পড়ুন: ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট জেলাশাসকের
পরিদর্শন শেষে ঋতব্রত ভট্টাচার্য জানান, “মুর্শিদাবাদ জেলায় SIR কার্যক্রম দ্রুত গতিতে এগোচ্ছে। ভগবানগোলা বিধানসভায় SIR ফর্ম ডিজিটালাইজেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে।”
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে IR কার্যক্রমকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে। তাঁর কথায়, “মানুষের উন্নয়নমূলক কাজকে ভিন্ন দিকে ঘোরানোর উদ্দেশ্যে বিজেপি ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চাইছে।”
তৃণমূল নেতৃত্বের দাবি, প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে বুথ সংগঠন—সব ক্ষেত্রেই SIR প্রকল্পকে শক্তিশালী করতে তৎপর দল। ভগবানগোলার দুটি ব্লকেই চলছে চূড়ান্ত প্রস্তুতি ও নজরদারি।
দেখুন আরও খবর:







