Tuesday, August 5, 2025
HomeScrollবুধদেবের কৃপায় এই তিন রাশির আর্থিক সৌভাগ্য বৃদ্ধি
Mercury

বুধদেবের কৃপায় এই তিন রাশির আর্থিক সৌভাগ্য বৃদ্ধি

ব্যবসা, কথা, বুদ্ধি, অর্থ ব্যবস্থা সহ বিভিন্ন দিকের কারক হলেন বুধ

Follow Us :

বুধদেবের (Mercury) কৃপায় বহু রাশিতেই (Horoscope) সৌভাগ্যের উন্মেষ। বিশেষ করে আর্থিক সৌভাগ্য (Financial luck) বৃদ্ধি পাবে। ব্যবসা, কথা, বুদ্ধি, অর্থ ব্যবস্থা সহ বিভিন্ন দিকের কারক হলেন বুধ। এই বুধই ২৪ ঘণ্টার মধ্যে উদিত হতে চলেছেন। সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই তিনটি রাশিতে।

বৃষ

আর্থিক দিয়ে উন্নতি। ব্যবসায় লাভ। চাকুরিরতদের কর্মক্ষেত্রে উন্নতি। বিদেশ যাত্রার যোগ। আকস্মিক আয় বৃদ্ধি। আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাওয়া যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। ধন বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের উন্নতি। যাঁরা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তাঁরা পাবেন লাভ। এই সময়টি আপনার জন্য অনুকূল।

অ্যারও পড়ুন: রেবতী নক্ষত্রে সূর্যের গোচরে তিন রাশির অর্থহানির যোগ

ধনু

বুধের উদয় সুখ, সমৃদ্ধি, মানসিক প্রশান্তি নিয়ে আসবে। অর্থ উপার্জন হবে। বাড়ি, গাড়ি ক্রয় করতে পারেন। পৈতৃক সূত্রে লাভ। কেরিয়ারের নয়া দিক উন্মোচন হবে। চাকুরিরতদের প্রমোশন বৃদ্ধি। আর্থিক দিক থেকেও এই সময় বেশ লাভদায়ক। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়কাল ভালোর দিকে যাবে। মা ও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সময় ভালো কাটবে। সম্পর্ক মজবুত হবে।

কুম্ভ

বুধদেবে প্রভাব পড়তে চলেছে এই রাশিতে। সৌভাগ্য উন্মেষ। আর্থিক উন্নতি। হঠাৎ করে ধনপ্রাপ্তি।  এই সময় পৈতৃক সম্পত্তি থেকে লাভ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। আপনার ব্যক্তিত্বগুণে বহু মানুষ আকৃষ্ট হবে।অনেকেই আপনার কথায় ইমপ্রেস হতে পারেন। মিডিয়া, মার্কেটিং যারা কর্মরত তারা অধিক লাভবান হবে। যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39