ওয়েবডেস্ক- গৃহবধূর নগ্ন ছবি তুলে ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় ওই অশ্লীল ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার সহবাস। তামিলনাড়ু (Tamilnadu) থেকে গ্রেফতার যুবক।
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার বাইলালি বিসফুর এলাকার ঘটনা। বছর সাতাশের অভিজিৎ মণ্ডল, পেশায় শ্রমিক। তামিলনাড়ুতে কাজ করত। সেখানে এখান থেকে কয়েক মাস আগে আত্মীয় হিঙ্গলগঞ্জের গৃহবধূ সঙ্গে পরিচয় হয়। তার কিছু নগ্ন অশ্লীল ছবি তুলে ভাইরাল করে দেয়। ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাস করে গত এক মাস ধরে। তামিলনাড়ু থেকে ওই যুবক হিঙ্গলগঞ্জ এলাকার গৃহবধূকে সম্পর্কে যুবকের আত্মীয়। বেশ কয়েকবার ফোনেও গৃহবধুকে ফোনেও হুমকি দেয়।
আরও পড়ুন- দিল্লি কাণ্ডে এবার নাম জড়ালো বাংলার তিন জেলবন্দীর
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে তামিলনাড়ু থেকে অভিজিৎকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে। তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে। পাশাপাশি ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা হবে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেবেন নির্যাতিতা গৃহবধূ। নির্যাতিতার পরিবার অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্রায় সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন প্রায় সকলের হাতেই মোবাইল ফোন। একদিকে আধুনিকতা যেমন সমাজের উন্নয়নের দরজা খুলে দেয়, অপরদিকে এই প্রযুক্তির হাত ধরে সমাজ এক অন্ধকারে পথে পাড়ি দিচ্ছে। যার থেকে সকল থেকেই সাবধানে ও সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
দেখুন আরও খবর-







