Saturday, August 23, 2025
HomeJust In১৮ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ১০২

১৮ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ১০২

ওয়েব ডেস্ক: ১৮তম ওভারে ৪৬ রানে আউট হন শুভমান গিল। ভারতের স্কোর দুই উইকেটে ১০২। এদিন শুরু থেকেই কার্যত ঝড় তুলতে শুরু করেন শুভমান গিল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরপর দুটি সেঞ্চুরির আত্মবিশ্বাস পাকিস্তানের বিরুদ্ধে ঠিকরে বেরোতে শুরু করে। একসময় জয়ের জন্য ২৪২ রান তুলতে ভারতের কারেন্ট রান রেট ৭.০০। জয়ের জন্য দরকার ৪.৩৭ করে। খানিকটা তাল কাটে ২০ রানে রোহিত শর্মার উইকটে খুইয়ে। শাহিন আফ্রিদি হিটম্যানের উইকেট নেন। তবে সেই শাহিনকেই এক ওভারে তিনটি চার মেরে প্রতিশোধ নেন শুভমান। ১ উইকেট খুইয়ে ৮ ওভারে হাফসেঞ্চুরি করে ভারত।

Read More

Latest News