Sunday, September 7, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollশ্রেয়স নয়, রোহিতের পর শুভমনই হবেন ভারতের ODI অধিনায়ক!
Shubman Gill

শ্রেয়স নয়, রোহিতের পর শুভমনই হবেন ভারতের ODI অধিনায়ক!

ইতিমধ্যে টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে গিলকে

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজ ড্র করে ফিরেছেন শুভমন গিল (Shubman Gill)। তারপর আবার এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে তাঁকে জায়গা দেওয়া হয়েছে সহ-অধিনায়ক হিসেবে। এর থেকে বিসিসিআই-এর পরিকল্পনা পরিষ্কার হয়েছে। রোহিত পরবর্তী জমানায় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যে শুভমনকেই ভাবা হচ্ছে, তার ইঙ্গিত দিয়েছে বোর্ড। টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন ইতিমধ্যে, টি-২০ দলেও রাখা হয়েছে ডেপুটি হিসেবে, এবার কি ওডিআই দলকেও নেতৃত্ব দেবেন ভারতের এই তরুণ তারকা? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

অধিনায়ক হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফরেই শেষবার দেখা যেতে পারে রোহিত শর্মাকে (Rohit Sharma)। যদিও তিনি ব্যক্তিগতভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে ভারতকে একবার আরও শিরোপা জেতাতে চান। তবে নির্বাচকদের কাছে বিষয়টি পুরোপুরি তাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। বিসিসিআই-এর (BCCI) নির্বাচন কমিটির কাছে এখন বিশ্বকাপকে পাখির চোখ করে দল গড়া জরুরি। সেই কারণেই শুভমনকে ভারতের ক্যাপ্টেন (India Cricket Team Captain) হিসেবে তৈরি করতে চাইছে বোর্ড।

আরও পড়ুন: শ্রেয়স আইয়ারকে অধিনায়ক ঘোষণা বিসিসিআইয়ের!

সম্প্রতি শুভমনের অধিনায়ক হওয়া নিয়ে বড় ইঙ্গিত দিয়েছে এক সর্বভারতীয় স্পোর্টস সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে জানানো হয়েছে, গিলকেই যে আগামীতে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করা হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে। তবে এই সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি বিসিসিআই-এর তরফে।

বর্তমান অবস্থা দেখে একটা বিষয় আন্দাজ করা যাচ্ছে যে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের পর শুভমনের হাতে তুলে দেওয়া হবে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্বের ভার। তার আগে বা পরে ওডিআই দলের সেনাপতি করা হতে পারে তাঁকে। এর থেকে একটা বিষয় পরিষ্কার, সমস্ত ফরম্যাটে এখনও ‘এক অধিনায়ক’ নীতিকেই প্রাধান্য দিতে চাইছে বোর্ড।

দেখুন আরও খবর:

Read More

Latest News