Friday, September 5, 2025
HomeScrollআসছে পিডিএ-র বিকল্প সংগঠন

আসছে পিডিএ-র বিকল্প সংগঠন

কলকাতা: পিডিএ বা Provincial Doctors Association ভেঙে তৈরী হতে চলেছে ডাক্তারদের নয়া সংগঠন। সূত্রের খবর, নাম হতে চলেছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশান। এই সংগঠনে বহু সিনিয়ার ডাক্তাররা ইতিমধ্যে তাঁদের সম্মতি দিয়েছে বলে খবর। সংগঠনের সভাপতি হিসেবে থাকছেন ডা: শশী পাঁজা। এছাড়াও থাকছেন তৃণমূলের একাধিক বিধায়ক ডাক্তাররা।

আরও খবর: আবাসের পাকা বাড়ির কাজ শুরু হতেই জারি সেচ দফতরের নোটিস! ঘুম উড়ল মেমারির বাসিন্দাদের

সোমবার এই নতুন ডাক্তার সংগঠনটি আত্মপ্রকাশ ঘটতে চলেছে। এই সংগঠনে বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি, মহিলা পদাধিকারী ডাক্তার, নতুন প্রজন্মের ডাক্তাররা অংশগ্রহণ করছে। কোর কমিটিতে নবীন, প্রবীনদের সংমিশ্রনে গড়ে তোলা হচ্ছে মঝবুত ডাক্তার স়ংগঠন। সূত্র বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তৈরী হচ্ছে নয়া এই ডাক্তার স়ংগঠন।

দেখুন আরও খবর:

Read More

Latest News