Thursday, August 28, 2025
HomeJust Inমায়ের পরকীয়া সম্পর্কের জেরে যৌনাঙ্গ কেটে খুন নাবালককে

মায়ের পরকীয়া সম্পর্কের জেরে যৌনাঙ্গ কেটে খুন নাবালককে

ওয়েব ডেস্ক: যৌনাঙ্গ কেটে খড়দহে খুন নাবালক (Minor By)। টিটাগড় (Titagarh) ডোমপট্টি থেকে বুধবার সকালে উদ্ধার দেহ। খড়দহে (Khardah) ওই নাবালক খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। নাবালকের মায়ের সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক ছিল। সেই ব্যক্তিকে সম্পর্কের জালে ফাঁসিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল নাবালকের মা। ওই পুরুষের পরিবারের লোকজন নাবালকের মা ও তাঁর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। সেই আক্রোশের জেরেই এই নাবালককে প্রথমে অপহরণ করে খুন। এমনটাই অনুমান পুলিশের। ঘটনায় এলাকায় শোকের ছায়া। উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। নৃশংস খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীকে অবলিম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর।

Read More

Latest News