কলকাতা: রাজ্যজুড়ে এখনও জারি শীতের (Winter) জমাটি স্পেল। সামান্য হলেও কমেছে শীতের কামড়ের তীব্রতা (Weather Update)। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে এখনও স্বাভাবিকের চেয়ে কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম (Winter Update)।
ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। চলতি সপ্তাহে আরও ৪–৫ দিন শীতের এই দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস।
আরও পড়ুন: ‘বিজেপির হয়েও কাজ করেছি’, ইডি তল্লাশির পর মুখ খুলল I-PAC
এদিকে, বঙ্গোপসাগর-এর দক্ষিণ-পশ্চিম অংশে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টায় নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ১০ জানুয়ারি দুপুর বা বিকেলের মধ্যে শ্রীলঙ্কার উত্তর উপকূলে ত্রিনকোমালি ও জাফনার মাঝামাঝি এলাকায় স্থলভাগ অতিক্রম করতে পারে। তবে এখনও পর্যন্ত এর সরাসরি কোনও প্রভাব স্থলভাগে পড়েনি।
আপাতত পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’দিন রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দিনের তাপমাত্রাও বহু জেলায় একইভাবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই গভীর নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। শীতের মরশুম ও উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার এক-দু’টি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট ছিল।
উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টা শীতল দিনের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।







