Sunday, November 23, 2025
HomeScrollনাম না করে বিধায়ককে একহাত মহুয়া মৈত্রের

নাম না করে বিধায়ককে একহাত মহুয়া মৈত্রের

কলকাতা: মঙ্গলবার বিকেলে পলাশিপাড়া বিধানসভার অন্তর্গত বার্ণিয়া সমবায় সমিতির মাঠে কর্মীসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Mitra)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এক হাত নেন তিনি।

আরও পড়ুন: পুরুলিয়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কেস চলছে। এফআইআর চলছে। চার্জশিট গঠনও হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তিনি আরও বলেন তারা চোর তার বৌ চোর, তার ছেলে চোর তার চোদ্দগুষ্ঠী চোর।

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News