Wednesday, August 27, 2025
HomeJust In১৩ বছরের মূক নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার বৃদ্ধ

১৩ বছরের মূক নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার বৃদ্ধ

তমলুক: পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) জেলার এগরায় (Egra PS) এক বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্রীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ঘটনায় রাতেই এগরা থানার পুলিশ (Police) গ্রেফতার (Arrest) করল এক বৃদ্ধকে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতেই নাবালিকার মা এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই কিশোরী বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল। তাঁরা বাড়ির ভিতরে ছিলেন। সে কথাও বলতে পারে না। কিশোরী চিৎকার করতেই ছুটে আসেন তাঁরা। দেখেন ওই বৃদ্ধ ছুটে পালাচ্ছে। মেয়ের পোশাক ছেঁড়া।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ বহু সাংসদ, বিধায়কের

দেখুন অন্য খবর: 

Read More

Latest News