কলকাতা: শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য। পরের মাস থেকেই এই পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ ১ ফেব্রুয়ারি। রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা ফেব্রুয়ারি মাস থেকে হাতে পেতে চলেছেন নয়া বেতন।
শিক্ষা দফতরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর প্রকাশ করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা ৩ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।
আরও পড়ুন: সরকারি কাজে স্বচ্ছতা আনতে কী দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী?
জানা যাচ্ছে, এতদিন যাবৎ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক এবং সহায়িকারা ১১ হাজার ২৫৫ টাকা বেতন পেতেন। তবে ১ ফেব্রুয়ারি থেকে তা পরিবর্তন হয়ে হতে চলেছে ১১ হাজার ৫৯৩ টাকা। পাশাপাশি মুখ্য সহায়ক এবং সহায়িকারা ১১,৬৩৮ টাকা পেতেন তার বদলে এবার পেতে চলেছেন ১১,৯৮৭ টাকা পাবেন।
দেখুন অন্য খবর