Wednesday, October 8, 2025
spot_img
HomeScrollস্কুলে সেমিস্টার পদ্ধতি চালু করা যাবেনা বললেন মুখ্যমন্ত্রী

স্কুলে সেমিস্টার পদ্ধতি চালু করা যাবেনা বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ২৭ ডিসেম্বর ২০২৪-এ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানও হল নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ থেকে প্রাথমিকের পরীক্ষায় আনা হয়েছে বদল। কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেমন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়, ঠিক তেমন ভাবেই স্কুলে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানানও হয় শিক্ষা দফতরের তরফ থেকে।

কিন্তু এবার এই বিষয়ে কড়া মনোভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বছরের প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সেমিস্টার পদ্ধতি স্কুলে শুরু করা যাবেনা। তাঁর স্পষ্ট দাবি, ‘ প্রাথমিকের বাচ্চাদের ওপর এভাবে চাপ তৈরি করা যাবে না।’ স্কুল লেভেলে সেমিস্টার পদ্ধতি অবলম্বে বাতিল করতে হবে বলে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: নতুন বছরেও জামিন হল না চিন্ময়কৃষ্ণের, জেলেই হিন্দু সন্ন্যাসী

আজকের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এক হাত নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও।  মুখ্যমন্ত্রী বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।”

আর তারপরেই শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলেন, ‘ এখনও পর্যন্ত শিক্ষা দফতরের তরফ থেকে এই বিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।’ আর তারপরেই মুখ্যমন্ত্রী ঝাঁজিয়ে উঠে বলেন, ‘ বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও তোমাদের দফতরের পক্ষ থেকে প্রেস মিট করে তো এই বিষয়ে পাবলিকলি বলা হয়েছে’। আর তারপরেই মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দেন স্কুল লেভেলে বাতিল করতে হবে সেমিস্টার পদ্ধতি।

দেখুন অন্য খবর

Read More

Latest News