Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollদক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: ফের থমকে যাবে শীতের ব্যাটিং। জানুয়ারিতে ভোল বদলে যাবে আবহাওয়ার। কারণ সেই ঘূর্ণাবর্ত।

পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন: আজ প্রেমে সুখের সাগরে ভাসবে এই রাশিগুলি

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। গোটা রাজ্যেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠাণ্ডা কমবে। পরের দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পরবর্তী দু’দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। অর্থাৎ মাঘের শুরুতে ফের ফিরবে শীত।

অপরদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মোটের উপরে শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার। তবে ভারী বৃষ্টি হবে না। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া পুরোপুরি আবহাওয়া শুষ্ক থাকবে।

দেখুন অন্য খবর-

 

 

Read More

Latest News