Friday, October 3, 2025
spot_img
HomeScrollপণ চাওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা বরকে

পণ চাওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা বরকে

নয়া দিল্লি: চাহিদামতো সোনা না পাওয়ায় বিয়ে ভেঙে দেওয়ায় বরকে জরিমানা। অভিযুক্ত বরকে তিন লক্ষ টাকা কন্যাপক্ষকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বরকে বধূ নির্যাতন ও পণবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে নিম্ন আদালতের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে।

জানা গিয়েছে, চাহিদামত সোনা না পাওয়ায় কনের বাড়িতে গিয়েও প্রথমে বিয়েতে বসতে অস্বীকার করে বর। পরে মৌখিক আশ্বাস পাওয়ার পর বিয়েতে বসলেও বিবাহিত জীবন স্থায়ী হয় মাত্র তিন দিন। সেই সূত্রে অভিযুক্ত ভেঙ্কটেশ্বরণ সহ তার ভাই ও বাবার (প্রয়াত) বিরুদ্ধে দুই আইনে অভিযোগ হয়েছিল ২০০৭ সালে। নিম্ন আদালত ভেঙ্কটেশ্বরণকে তিন বছরের কারাবাসের নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ মুক্ত ভাই। হাইকোর্টে সাজা কমে দুবছর।

আরও পড়ুন: প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় যোগী প্রশাসনকে নিশানা তৃণমূলের

ইতিমধ্যেই ভেঙ্কটেশ্বরণ যে সময়কাল সংশোধনাগারে কাটিয়েছে, সেটাই যথেষ্ট। তবে ছাড়া পেয়ে তাকে সামাজিক কাজে যুক্ত থাকতে হবে। এই শর্ত সহ তিন লক্ষ টাকা চার সপ্তাহের মধ্যে কন্যাপক্ষকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। টাকা না দিলে সাজার বাকি সময়কাল তাকে সংশোধনাগারেই কাটাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট।

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News