Saturday, August 23, 2025
Homeবিনোদননাচতে গিয়ে পায়ে চোট, শুটিং সেটে আহত হৃতিক

নাচতে গিয়ে পায়ে চোট, শুটিং সেটে আহত হৃতিক

অয়ন মুখোপাধ্যায়(Ayan Mukhopadhya) পরিচালিত শুরু হয়েছে ‘ওয়ার ২'(War 2) এর প্রস্তুতি। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে(Hrithik Roshan)। অ্যাকশন ঘরের এই ছবির শুটিং চলাকালীন হৃতিকের দুর্ঘটনা ঘটে(Accident)। জানা গেছে ছবির একটি গানের দৃশ্যের রিহার্সালের সময় অভিনেতার পায়ে চোট লাগে। চোট গুরুতরও হাওয়ায় শুটিং পিছিয়ে(Rehearsal deferred)দেওয়া হয়েছে। জানা গেছে ছবির আর এক অভিনেতা জুনিয়র এন টি আর(Junior NTR) এর সঙ্গে হৃতিক নাচের রিহার্সাল দিচ্ছিলেন। ছবিতে কিয়ারা আদবানিকেও দেখা যাবে।
দুর্ঘটনার জন্য তাঁর শুটিংয়ের তারিখ পিছিয়ে গেছে।।মে মাসের আগে শুটিং শুরু করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরা পরীক্ষা করে অন্তত চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে
হৃতিক বিশ্রামে থাকায় ছবিতে কোন নেতিবাচক প্রভাব পড়বে না। ছবির প্রধান অভিনেতা তাদের অংশের শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এই দুর্ঘটনার জন্য ছবির প্রচার কিংবা বিপণনে কোন প্রভাব পড়বে না। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, ছবিটি ২০১৯ সালের অ্যাকশন ট্রেলার ‘ওয়ার’ এর সিক্যুয়েল। বক্স অফিসে ছবিটি যথেষ্ট সাড়া ফেলেছিল।

Read More

Latest News