Tuesday, August 26, 2025
HomeBig newsফের জম্মুতে ড্রোন হামলা

ফের জম্মুতে ড্রোন হামলা

নয়াদিল্লি: বৃহস্পতিবারের পর শুক্রবার জম্মুতে (Jammu) ফের ড্রোন হামলা। জম্মুর আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। গুলি করে নামাল ভারতীয় সেনা। শহরজুড়ে ব্ল্যাকআউট বাজছে সাইরেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Jammu and Kashmir Chief Minister Omar Abdullah) শুক্রবার বলেছেন যে জম্মু অঞ্চলে বিস্ফোরণ শোনা গিয়েছে এবং শহরে একটি সম্পূর্ণ ব্ল্যাকআউট রয়েছে। সাম্বা অঞ্চলে বিস্ফোরণগুলিও শোনা গিয়েছিল। ভারতের বিমান পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করে। পোচ, সাম্বা এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলে অনুরূপ গুলি চালানোর খবর পাওয়া গেছে। ওমর আবদুল্লাহ এক্স -এর একটি পোস্টে বলেছেন, “বিস্ফোরণের শব্দগুলি সম্ভবত ভারী আর্টিলারি। এখন আমি যেখান রয়েছি সেখান থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।

অন্য খবর দেখুন

Read More

Latest News