Sunday, October 26, 2025
Homeফোনে মশগুল নার্স! বুড়ো আঙুল কেটে দিলেন নবজাতকের

ফোনে মশগুল নার্স! বুড়ো আঙুল কেটে দিলেন নবজাতকের

ওয়েবডেস্ক-নার্সের (Nurse) ভুলের মাশুল দিল এক নবজাতক (New Born)। ফোনে গল্প করতে এতই ব্যস্ত নার্স, যে নিজের কর্তব্য ভুলে গেলেন। নবজাতকের বুড়ো হাতের আঙুল কেটে দিলেন ওই নার্স। সিনিয়র নার্সের এই কীর্তিতে ক্ষোভে ফেটে পড়েছেন ওই নবজাতকের বাবা মা। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ২৪ মে তারিখের ঘটনা। ওই দিন মুল্লিপালায়ারমের বাসিন্দা বিমলরাজ ও নিবেথার সন্তানের জন্ম হয়। ভেলোরের সরকারি হাসপাতালের (Vellore Government Hospital) ঘটনা।

নবজাতকের বাবা মায়ের অভিযোগ, গ্লুকোজ সুই বদলানোর জন্য শিশুর হাতের টেপ খোলার সময় নার্স তার সন্তানের বুড়ো আঙুল কেটে দেয়। শিশুর বাবা দাবি করেছেন, অস্ত্রোপচারের সময়েও নার্স মোবাইল ফোনে কথাই বলে যাচ্ছিলেন, ফলে নিজের দায়িত্বের প্রতি তার কোনও খেয়াল ছিল না।

আরও পড়ুন- অরুণাচলে প্রবল বৃষ্টিতে খাদে গাড়ি, মৃত্যু এক অন্তঃসত্ত্বা সহ ৭ জনের

নবজাতকের বাবা বিমলরাজের আরও অভিযোগ, দুর্ঘটনার একঘণ্টা পরেও সন্তানকে দেখতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর ভেলোর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত শিশুটিকে চেন্নাইয়ের স্ট্যানলি সরকার হাসপাতালে দ্রুত শিশুটির অস্ত্রোপচারের জন্য পাঠায়।

গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ভেলোরের জেলাশাসক সুব্বালক্ষ্মী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলাশাসক জানিয়েছেন, যদি প্রমাণ মেলে যে ওই নার্সের ফোন ব্যবহারের জন্যি এই কাণ্ড ঘটেছে তাহলে তাকে সর্বোচ্চ সাজা পেতে হবে।

জানা গেছে, অভিযুক্ত একজন সিনিয়র নার্স। তার ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তার পরেও কীভাবে এত গাফিলতি তা নিয়ে প্রশ্ন উঠেছে? ভেলোরের ওই সরকারি হাসপাতালও তদন্তের নির্দেশ দিয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News