Tuesday, November 11, 2025
Homeবৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেই ফাইনালে পঞ্জাব! কী বলছে সমীকরণ?

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেই ফাইনালে পঞ্জাব! কী বলছে সমীকরণ?

ওয়েব ডেস্ক: গ্রুপ স্টেজে ‘টেবিল টপার’ হয়েও ফাইনালের টিকিট হাতে পায়নি পঞ্জাব কিংস (Punjab Kings)। প্রথম কোয়ালিফায়ারে বাজিমাত করে আইপিএল-২০২৫-এর (IPL 2025) ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আজ শ্রেয়সদের হাতে ফাইনালে ওঠার আরেকটা সুযোগ রয়েছে। রবিবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে পঞ্জাব। কিন্তু এই ম্যাচে কি ‘ভিলেন’ হয়ে দাঁড়াবে বৃষ্টি (Rainfall)? যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কোন দল ফাইনালে উঠবে? সেটা এবার বিস্তারে জেনে নেওয়া যাক।

আবহাওয়া দফতর জানিয়েছে, যেহেতু দক্ষিণ ভারতে ইতিমধ্যে বর্ষার আগমন ঘটেছে, তাই রবিবার আহমেদাবাদে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা বেশিক্ষণ হবেনা বলে পূর্বাভাসে বলেছে হাওয়া অফিস। অর্থাৎ, বরুণদেবের কারণে ম্যাচ দেরিতে শুরু হলে বা কিছুক্ষণ বন্ধ থাকলেও ম্যাচ ভেস্তে যাওয়ার মতো দুর্যোগ হবেনা বলেই জানিয়েছে অধি দফতর।

আরও পড়ুন: মিউনিখে ফরাসি বিপ্লব! ‘এলিট’ তালিকায় প্যারিস সাঁ জারমাঁ

শনিবারও বৃষ্টিতে ভিজেছে আহমেদাবাদ। পঞ্জাবের প্রস্তুতির সময় খেলা দেখিয়েছেন বরুণদেব। সেই কারণে শ্রেয়সদের অনুশীলন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। তবে টানা বৃষ্টি হয়নি। আজ রাতের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আইপিএল-এর প্লে অফের নিয়মানুযায়ী, সম্পুর্ন ম্যাচ হওয়ার জন্য ৬০ মিনিটের পরিবর্তে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। অর্থাৎ, আবহাওয়ার বড় কোনও পরিবর্তন না হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে গোটা ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে প্রকৃতির দুর্বিপাকে যদি ম্যাচটি ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী ফাইনালের টিকিট হাতে পাবে পঞ্জাব কিংস। গ্রুপ স্টেজে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকার সুবাদে এই সুবিধা পাবে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। কারণ, এই ধরণের পরিস্থিতিতে গ্রুপ পর্যায়ে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতেই যেকোনও দলকে অগ্রাধিকার দেওয়া হয়।

দেখুন আরও খবর:  

Read More

Latest News