বলিউডে শাহরুখ চর্চা যেন কিছুতেই থামে না। সেই জন্যই তিনি বলিউড কিং। এবার বলিউড বাদশার এক ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে অনুরাগীদের নতুন উদ্দীপনা। এই ভিডিও দেখার পর রটে গিয়েছে যে এটি নাকি শাহরুখের আসন্ন ‘কিং’ ছবির লুক। কি দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে! যেখানে শাহরুখকে দেখা যাচ্ছে ট্যাটু শোভিত পেশিবহুল কুল লুকে। সাদা গেঞ্জি,ডেনিম,রোদ চশমা, বিনি পরিহিত শাহরুখ হেঁটে চলেছেন অনন্য ভঙ্গিমায়। তার শরীরী ভাষায় রয়েছে স্মার্টনেস। তাতেই অনুরাগীরা আপ্লুত। তাদের প্রিয় নায়কের আসন্ন ছবি ‘কিং’নিয়ে শুরু হয়ে গেছে চর্চা। যা দেখে অনেকেরই ধারণা এটি শাহরুখের আসন্ন ‘কিং’ ছবির লুক। এই ছবিতেই দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। আগামী বছরে এই ছবি মুক্তি পাবে। বলিউডে মেয়ে সোহানার পায়ের তলার মাটি শক্ত করতে আসন্ন ছবি ২০০ কোটি টাকা খরচা করে প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। ছবিতে সুহানার মায়ের ভূমিকায় নাকি দেখা যাবে দীপিকা পাডুকোনকে। গুঞ্জন শোনা যাচ্ছে রানী মুখার্জিও কোন এক চরিত্রে থাকতে পারেন। আসন্ন এই ছবি ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনার পারদ ওপর দিকে উঠছে। কিন্তু একমাত্র কলাকুশলীদের নাম ছাড়া ছবি সম্পর্কে কিছুই এখনো জানা যায়নি। শাহরুখ কিংবা পরিচালক সিদ্ধার্থ আনান্দ সবকিছুই গোপন রেখেছেন।
#ShahRukhKhan𓀠 The King in a casual striking appearance showcasing his fitness & enduring his charisma 🔥🔥🔥pic.twitter.com/jvcCnA9wrs
— sʜᴏ𝖎ʙ 𓃮 (@IamRealSyed786) June 1, 2025