ওয়েব ডেস্ক: আহমেদাবাদের (ahmedabad) বিমান দুর্ঘটনার (plain crash) রেশ এখনও দগদগে। ধ্বংসাবশেষ সরিয়ে সব দেহ উদ্ধার সম্ভব হয়নি এখনও। এরই মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বোমাতঙ্ক। এবার থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক। ঘটনায় ব্যপক চাঞ্চল্য বিমানে। যার জেরে টেক অফের সময় বাধ্য হয়েই জরুরী ভিত্তিতে অবতরণ করানে হয় বিমানটিকে।
বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) মেঘানি নগর এলাকায় বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসকদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই একযোগে উদ্ধার কাজে নামে কেন্দ্র ও রাজ্য সরকার। বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করেছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় একজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi) । সিভিল হাসপাতালে গিয়ে কথা বলেন আহতদের সঙ্গে।
আরও পড়ুন: আহমেদাবাদ সিভিল হাসপাতালে মোদি
তবে শুক্রবার সকালেও ধ্বংসাবশেস সম্পূর্ণ সরিয়ে দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মাঝে ফের এয়ার ইন্ডিয়ার (air india) বিমানে বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, বিমানটি থাইল্যান্ড (Thailand) থেকে ভারতে আসছিল। বোমাতঙ্কের খবর পেয়েই জরুরী ভিত্তিতে অবতরণ করা হয় বিমানটিকে।
দেখুন অন্য খবর