Thursday, October 30, 2025
Homeসুপ্রিম কোর্টের দৈনন্দিন কাজের সময়ে বড় বদল, জারি নির্দেশিকা

সুপ্রিম কোর্টের দৈনন্দিন কাজের সময়ে বড় বদল, জারি নির্দেশিকা

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) বাড়ছে দৈনন্দিন কাজের নিয়ম (Daily Working Time)। আজ সোমবার প্রকাশিত হল নির্দেশিকা। আগামী ১৪ জুলাই থেকে কার্যকর হবে এই নয়া নির্দেশিকা। জানা গিয়েছে, আংশিক কাজের দিন, শনিবার (Saturday) ও ছুটির দিন (Holiday) ছাড়া প্রধান বিচারপতির অন্যরকম নির্দেশ না থাকলে, অন্যান্য দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালতের কাজকর্ম চলবে। অত্যন্ত জরুরি না হলে বিকেল সাড়ে চারটের পর কোন আবেদন নেওয়া হবে না। এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।

শনিবারেও (Saturday) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আদালতের (Court) দরজা খোলা থাকবে। কিন্তু জরুরী বিষয় না হলে তা গৃহীত হবে না। যদি তেমন বিষয় থাকে তবে তা দুপুর ১২টার মধ্যে অনুমোদিত হবে।

আরও পড়ুন: পুণের পর এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

পাশাপাশি, আংশিক কাজের দিন, ক্রিসমাস (Christmas) এবং ইংরেজি নববর্ষের ছুটির (New Year) দিনগুলিতে প্রধান বিচারপতির নির্দেশ মতো নির্দিষ্ট দিনে আদালত খোলা থাকবে। সেই দিনগুলিতে কতক্ষণ আদালত খোলা থাকবে, তা প্রধান বিচারপতি ঘোষণা করবেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News