Monday, October 6, 2025
spot_img
Homeআমিরের 'সিতারে জমিন পর' দেখলেন আরও দুই খান

আমিরের ‘সিতারে জমিন পর’ দেখলেন আরও দুই খান

ওয়েব ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনের(Mr. Perfectionist) যখন তাঁর ছবি মুক্তির সময় হয়েছে তার আগে এমন অভিনব পদ্ধতিতে তার প্রমোশন করেছেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছে।
যদিও গত বছর তার ‘লাল সিং চাড্ডা'(Lal Singh Chadda) বক্স অফিসে আদৌ কোন সাড়া ফেলতে পারেনি তবুও এ বছর ‘সিতারে জমিন পর’ মুক্তির আগে নতুন কৌশল নিয়ে ফিরেছেন। আজ বড় পর্দায় মুক্তি পাচ্ছে আমিরের ‘সিতারে জমিন পর'(Sitaare Zameen Par)।
তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিং এ হাজির হয়েছিলেন বলিউডের আরো দুই খান। তারা হলেন শাহরুখ ও সলমন(Sharukh Khan and Salman Khan)। যদিও এ বিশেষ ট্রেনিং এ অন্যান্য তারকারাও উপস্থিত ছিলেন, তবে বিশেষত সকলের দৃষ্টি ছিল আমির(Amir Khan) এবং দুই খানের উপর। বলিউড ভাইজানকে অনুষ্ঠানে পাপারাজি এবং আমির খানের সঙ্গে
হাসি-ঠাট্টা বিনিময় করতে দেখা যায়। সলমনকে ছবিটির প্রশংসা করতে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে। নেটিজেন তাদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমরা এই বন্ধুত্ব ভাঙবো না’।
অন্যদিকে শাহরুখের একটি ভিডিও সামনে এসেছে। অন্যান্য দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে। শাহরুখ-পত্নী গৌরী এবং আমির খান তার জন্য অপেক্ষা করছিলেন। এই ভিডিও দেখে একজন লিখেছেন ‘কিং ইজ কিং’। অনেকেই হার্ট ইমোজি দিয়েছেন।

স্প্যানিশ ছবি ‘Campeons’-এর রিমেক ‘সিতারে জমিন পর’।  আরএস প্রসন্ন পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে গুলশন নামে এক অ্যাসিস্ট্যান্ট বাস্কেটবল কোচকে ঘিরে। দিল্লির এক বাস্কেটবল টুর্নামেন্টে গিয়ে তিনি হেড কোচকে ঘুষি মেরে বসেন।

স্পেশাল স্ক্রিনিং এ অন্যান্যদের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রেখা থেকে শুরু করে ভিকি কৌশল, হিমেশ রেশমিয়া, ইমরান খান,জুনায়েদ খান,তামান্না ও আরো অনেকে।

Read More

Latest News