Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeফুলকি টিআরপি টপার, তাহলে কোথায় পরশুরাম? কার পয়েন্ট কমল

ফুলকি টিআরপি টপার, তাহলে কোথায় পরশুরাম? কার পয়েন্ট কমল

কলকাতা: বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এবারও বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে দুই মেগা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ও’ফুলকি’ (Phulki)।

এল চলতি সপ্তাহের টিআরপি (Bengali Serial TRP)। তবে দেখা গেল, আগের সপ্তাহের থেকে এবারেও সেরকম হেরফের নেই। দীর্ঘদিন বাদে সিংহাসন ফিরে পেল ধারাবাহিক ‘ফুলকি’৷ তবে এবারও সেরার সেরা-মুকুট ধরে রাখল ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷ চলতি সপ্তাহে ৬.৭ পেয়ে প্রথম স্থানে এই দুই মেগা। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। জগদ্ধাত্রী এখন দুর্গা। তৃতীয় স্থানে এবার ‘পরিণীতা’। পারুল-রায়ানের কেমিস্ট্রি জমে উঠেছে।স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ৬.১ রেটিং পেয়ে চতুর্থ স্থানে। টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জি বাংলার সবচয়ে পুরনো মেগা জগদ্ধাত্রী। প্রথম পাঁচে জায়গা পেল না কথা। পেল আছে সপ্তম স্থানে। পাঁচ নম্বরে চিরসখা ধারাবাহিক। স্লট হারিয়ে জি বাংলার মিত্তির বাড়ি নেমে গেল সোজা দশে।

আরও পড়ুন: সন্তানদের নিয়ে খোশ মেজাজে শুভশ্রী

অন্য খবর দেখুন

Read More

Latest News