Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারতীয়দের জন্য খুলল আকাশসীমা ! ইরান থেকে দেশে ফিরলেন ৫১৭ জন

ভারতীয়দের জন্য খুলল আকাশসীমা ! ইরান থেকে দেশে ফিরলেন ৫১৭ জন

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Conflict) আবহে যখন চারদিক জ্বলছে উদ্বেগে, ঠিক তখনই ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নেয় নয়াদিল্লি (New Delhi)। ‘অপারেশন সিন্ধু’র আওতায় ইতিমধ্যেই দেশে ফিরলেন ৫১৭ জন ভারতীয় নাগরিক। শনিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়শওয়াল।

জয়শওয়াল জানান, “অপারেশন সিন্ধু’-র অধীনে আসগাবাত ও তুর্কমেনিস্তান হয়ে এক বিশেষ বিমানে ২১ জুন ভোররাতে নয়াদিল্লিতে পৌঁছন ভারতীয়রা। এর ফলে এখনও পর্যন্ত ৫১৭ জনকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

আরও পড়ুন: জ্বলছে মধ্যপ্রাচ্য! ইরানের পর আরও এক দেশে হামলা চালাল ইজরায়েল

ইরান ও ইজরায়েলের মধ্যে পারমাণবিক উত্তেজনা ঘিরে যখন কার্যত যুদ্ধ পরিস্থিতি, তখন ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। সেই প্রেক্ষিতে ‘অপারেশন সিন্ধু’-র সূচনা করে কেন্দ্র। ভারত সরকারের এই উদ্যোগে সাড়া দিয়ে শুক্রবার আকাশসীমা শুধু ভারতীয়দের জন্য খুলে দেয় ইরান।

ফলে শুক্রবার রাতেই দেশে ফিরে আসেন আরও ২৯০ জন ভারতীয় নাগরিক। যাঁদের মধ্যে ১৯০ জন ছিলেন পড়ুয়া, বেশিরভাগই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। এই বিমানটিও রাত সাড়ে ১১টায় অবতরণ করে নয়াদিল্লিতে। এক্স হ্যান্ডেলে দ্বিতীয় একটি পোস্টে মুখপাত্র লেখেন, “ভারতীয়দের ফেরাতে সহযোগিতার জন্য ইরান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।”

দেশে ফেরার পর জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রকাশ করা হয় বিবৃতি। তারা কৃতজ্ঞতা জানায় ভারত সরকার ও বিদেশমন্ত্রককে। এদিন তেহরানগামী বিমানে ওঠার আগে মাশাদ থেকে রওনা দেন পড়ুয়ারা। তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

ইরান থেকে ফেরা এক ভারতীয় জানান, হামলার আতঙ্কে দিনের পর দিন তাঁরা গৃহবন্দি ছিলেন। সেখান থেকে মাশাদে এলেও হামলার ছায়া পিছু ছাড়েনি। তখনই শেষ ভরসা হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি।

তবে এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন অনেকে। তাই আপাতত বন্ধ হচ্ছে না ‘অপারেশন সিন্ধু’। যুদ্ধের আবহে ভারতীয়দের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ তাই জাগিয়ে তুলছে আশা ও নির্ভরতার এক নতুন দৃষ্টান্ত।

দেখুন আরও খবর: 

Read More

Latest News