Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকেমন হল ‘রবীন্দ্র কাব্য রহস্য’?

কেমন হল ‘রবীন্দ্র কাব্য রহস্য’?

কলকাতা: রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) বাঙালির আবেগ। প্রেম-বিচ্ছেদ-বিরহ সব কিছুর সঙ্গে ওতপ্রোত ভাবে তিনি জড়িয়ে রয়েছেন। নারী মনকে তিনি যে ভাবে বুঝেন তা হয়ত অনেক পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব যে কতটা তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। তাই ‘রবীন্দ্র কাব্য রহস্য’ (Rabindra Kabya Rahasya)-এর নির্মাতাদের বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না। তবে রবীন্দ্রনাথ যেমন একদিকে বাঙালির আবেগ, তেমন আর এক দিকে তাঁকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। নোবেল পুরস্কার পাওয়া হোক বা জাতীয় সঙ্গীতের উৎসই সবটা বিস্তর চর্চা। আর রবি ঠাকুরের সেই পক্ষ-বিপক্ষই যেন এই ছবির প্রাণ। ঠিক এই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghosal) ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেটা শুরু থেকেই ছবির ভারসাম্য নাড়িয়ে দেয়।

ছবির মূল গল্প ১০০ বছরের ব্যবধানে ঘটে যাওয়া ছ’টি খুনের ঘটনা ঘিরে। তিনটি ১৯২১ সালে, আর তিনটি ২০২১-এ। খুন ও রহস্য মেশানো গল্প হিসেবে ছবিটি একেবারে ফেলনা নয়। কেন্দ্রে আছে একটা চমকপ্রদ ধাঁধা এবং কিছু অপ্রত্যাশিত সংযোগ। ছবিতে রবীন্দ্রনাথ চরিত্রে ধরা দেবেন প্রিয়াংশু। রবীন্দ্রনাথ হয়ে উঠতে প্রিয়াংশু আপ্রাণ চেষ্টা করেছেন। রবি ঠাকুরের কন্ঠ অনেক নরম স্বরের ছিল, প্রিয়াংশুর কণ্ঠ অসম্ভব পুরুষালি বলেই দেবজ্যোতি মিশ্র কণ্ঠ দিয়েছেন। ছবির সংগীত পরিচালকও দেবজ্যোতি মিশ্র। প্রিয়াংশুকে নবকলেবরে রবীন্দ্রনাথ ঠাকুর লেগেছে অনেকটাই। কিন্তু সেই রবীন্দ্রনাথ হাঁটলে চললে বা মুখ খুললে আর রবীন্দ্রনাথ লাগে না। বরং রবীন্দ্রনাথ হতে অনেকখানি এগিয়ে থাকবেন পাবলো সিজারের ‘থিঙ্কিং অফ হিম’ ছবির রবীন্দ্রনাথ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। গল্পের নায়ক অভীক সেনের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty)। অভীক এক জন কবি, লেখক এবং রবীন্দ্র গবেষক। যিনি অপেশাদার গোয়েন্দার ভূমিকাও পালন করেন। লন্ডনে অভীকের সঙ্গে পরিচয় হয় রবীন্দ্রসাহিত্য গবেষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিতে বাপ্পাদিত্যর চরিত্রে দেখা যাবে সুজন মুখোপাধ্যায়কে। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবন্তীএর ভূমীকায় অভিনয় করছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। আর সাংবাদিক শালিনী সেনগুপ্তের ভূমিকায় দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তীকে (Bidipta Chakraborty)।

আরও পড়ুন: আবার কি সামান্থা-নাগার মিলন! বিবাহ বিচ্ছেদের পর বড়পর্দায় আবার দেখা যাবে এই রোমান্টিক জুটিকে!

ছবির গল্পের পরতে পরতে জড়িয়ে রহস্য, আর খুন। আর এই খুনের সঙ্গেই মিলেমশে একাকার রবীন্দ্র প্রসঙ্গ। ছবিতে এক একটি মৃতদেহের পাশে উঠে এসেছে রবীন্দ্রনাথের কবিতার ক্লু। তবে তার প্রেক্ষাপট কখনও লন্ডন তো কলকাতা। আর এই আবহেই আগমন ঘটে অভীক সেনের। অভীকের অনুসন্ধান সূত্রে উঠে আসে আরও তিনটি খুন— ২০২১ সালের লন্ডনে, যেগুলির সঙ্গে ১৯২১-এর ঘটনাগুলির যোগসূত্র আছে। এরপর খুনের উৎস সন্ধানে অভীক পাড়ি দেয় লন্ডন। আর সেখানেই পরিচয় হয় রবীন্দ্র-সাহিত্য বিশেষজ্ঞ বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রসংগীত শিল্পী হিয়া সেন এবং সাংবাদিক শালিনী সেনগুপ্ত সঙ্গে আলাপ হয়। কী ভাবে, কেন এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া পান্ডুলিপির কী সম্পর্ক। রবিঠাকুর কীভাবে মিশে যান সেই গল্প জানতে গেলে দেখতে হবে ‘রবীন্দ্র কাব্য রহস্য।’

অন্য খবর দেখুন

Read More

Latest News