Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিধানসভায় হঠাৎ অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, লবিতে পড়েই জ্ঞান হারালেন তৃণমূল বিধায়ক

বিধানসভায় হঠাৎ অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, লবিতে পড়েই জ্ঞান হারালেন তৃণমূল বিধায়ক

ওয়েবডেস্ক- সোমবার বিধানসভায় ( Assembly) হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল (Trinamool) বিধায়ক (MLA) মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Bepari) । তড়িঘড়ি বিধায়ককে এসএসকেএম-এ (SSKM) নিয়ে যাওয়া হয়েছে। এদিন বিধানসভার লবিতে হঠাৎ পড়ে যান তিনি। তার পরেই জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা গিয়েছে, সোমবার সকালে বিধানসভা অধিবেশন শুরুর ঠিক আগে লবি দিয়ে হেঁটে বিধানসভার কক্ষের দিকে যাচ্ছিলেন মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সামনে কিছু একটা ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ধরতে পারেননি, ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।  সেই মুহূর্তে সামনেই ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। ছুটে গিয়ে মনোরঞ্জনবাবুর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়

চোখে মুখে জল ছেটাতে থাকেন তিনি। এই অবস্থা দেখেন ছুটে আসেন, কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক অয়জ পোদ্দার ও তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। খবর দেওয়া হয় বিধানসভায় প্রাথমিক চিকিৎসার দায়িত্বে থাকা কর্মীদের। তাঁরা এসে মনোরঞ্জনবাবুকে অ্যাম্বুল্যান্সে তুলে SSKMএ নিয়ে যান। জানা গিয়েছে, মনোরঞ্জনবাবুর রক্তচাপ ও সুগার দুইই বেশি ছিল।

মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়ক। ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল।

দেখুন আরও খবর-

Read More

Latest News