Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসেলেবদের মত ত্বকে বরফ লাগাচ্ছেন! সর্বনাশ ডেকে আনছেন না তো?

সেলেবদের মত ত্বকে বরফ লাগাচ্ছেন! সর্বনাশ ডেকে আনছেন না তো?

ওয়েব ডেস্ক: বাইরে গরম। ঘর থেকে বেরোলই ট্যানের ভয়  সকলের মনে। কিন্তু উপায় নেই, বাইরে বেরোতেই হবে. আর তারপর ঘরে ফিরেই দেখা যায়, ত্বকের উপর যেন কালো ছাঁপ পরে গিয়েছে। ব্যাস চিন্তায় মাথায় পরে হাত।  সমাধান হিসেবে অনেকেরই মনে পড়ে প্রথমেই বরফের কথা। যেমন ভাবনা তেমনি কাজ। সেলেবদের মত বাটি ভর্তি বরফ নিয়ে লাগাতে শুরু করেন মুখে।  কি তাই তো! তবে আদেও কী তাতে ভালো থাকে ত্বক? নাকি এই অভ্যাসই আপনার জীবনে সর্বনাশ ডেকে আনছে। জেনে নিন….

একে ট্যান রিমুভের জন্য এখন বাজার চলতি বহু ক্রিম। রয়েছে ঘরোয়া বেশ কিছু উপায়ও। তবুও সেলেবদের বাটি ভর্তি করে মুখে বরফ লাগাতে দেখে সকলেরই ট্রাই করতে ইচ্ছে করে এই পদ্ধতি। বাটি ভর্তি করে বরফ নিয়ে তার মধ্যে মুখ ঢুকিয়ে রূপচর্চার পন্থাকে বলে ‘আইস ডাঙ্কিং’। তার ফলে ত্বক তরতাজা হয় বলে অনুমান করে অনেকে। বিশেষজ্ঞজের মতে, বরফ ত্বক ঠাণ্ডা রাখে। তবে এই ধরনের রূপচর্চা দীর্ঘমেয়াদি ফলাফল নাকি তেমন ভালো নয় আপনার ত্বকের ক্ষেত্রে! বিশেষজ্ঞের মতে, এই বরফ লাগানোর পন্থা একেক জনের ক্ষেত্রে একেক রকম। অনেকের ত্বকের ক্ষেত্রে ভালো হলেও, কিছু কিছু ত্বকে দাগছোপ তৈরির সমস্যা দেখা দেয়। আবার কারও কারও মতে, ‘আইস ডাঙ্কিং’য়ের ফলে ত্বকে লালভাব তৈরি হয়। ‘আইস ডাঙ্ক’য়ের ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয় অনেকের ক্ষেত্রে।

আরও পড়ুন: 

তাই সকলের ক্ষেত্রে প্রতিদিন বরফ লাগানোর এই অভ্যাস করা ঠিক নয়। আপনার যদি ত্বকে বরফ লাগালে কোনওরকম ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনি লাগাতে পারেন। কিন্তু ত্বকে যদি প্রথম থেকেই সমস্যা দেখা যায়, তাহলে আপনার এই অভ্যাস এড়িয়ে চলাই ভালো।

দেখুন অন্য খবর

Read More

Latest News