Monday, November 10, 2025
Homeআচমকা ন্যাড়া মাথায় ছবি পোস্ট! কী হল দেবলীনার?

আচমকা ন্যাড়া মাথায় ছবি পোস্ট! কী হল দেবলীনার?

ওয়েব ডেস্ক: সকাল সকাল চোখ ধাঁধিয়ে গেল নেটিজেনদের। ন্যাড়া মাথার ছবি পোস্ট করলেন দেবলীনা (Debleena Dutta)। নিমেষে ভাইরাল (Viral) হল ছবি! কিন্তু হঠাত্‍ এমন ভাবে ন্যাড়া হয়ে গেলেন কেন নায়িকা? আসল ব্যাপার কী? চলুন জেনে নিই…।

বাস্তবে নায়িকা ন্যাড়া হননি অভিনেত্রী। সেজেছেন মাত্র! এরপর নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে তবে কি তাঁর নতুন কোনও ছবি আসছে? বা নতুন কোনও মেগা সিরিয়াল? জানা গিয়েছে, ‘ডান্স বাংলা ডান্স’-এর একটা বিশেষ এপিসোডে দেখা যাবে দেবলীনাকে।

আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছেন শ্রীপর্ণা

এদিনের বিশেষ এপিসোডে মঞ্চস্থ করা হবে চণ্ডালিকা। সেখানেই বৌদ্ধ ভিক্ষুক ‘আনন্দ’-এর ভূমিকায় দেখা যাবে দেবলীনাকে। আর তাই অভিনেত্রীর এই নতুন লুক! ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ”অপেক্ষা করুন এবং দেখুন। সম্পূর্ণ লুকটি দেখতে চোখ রাখুন। টেলিকাস্টের তারিখ ১৩ জুলাই।”

 

View this post on Instagram

 

A post shared by Debleena Dutt (@dats_debleena)

প্রসঙ্গত,এই বিশেষ পর্বে দেবলীনা ছাড়াও আরও অনেক তারকাকে দেখা যাবে। এর আগে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রোমোয় দেখা গিয়েছিল। তাছাড়াও দেখা মিলেছে রিমঝিম মিত্রর।

দেখুন আরও খবর:

Read More

Latest News