বিভিন্ন গ্রহের যুতির প্রভাব রাশির উপরে বিভিন ভাবে প্রভাব ফেলে। রাজযোগ তৈরি হয়। মহালক্ষ্মী রাজযোগে (Mahalakshmi Rajyoga) সম্পদ, সমৃদ্ধি, মান, সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। মহালক্ষ্মী রাজযোগ চন্দ্র এবং মঙ্গলের সংযোগে গঠিত হয়। ২৫ অগস্ট চন্দ্র সকাল ৮:২৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। মঙ্গল সেখানে অবস্থান করছে। মহালক্ষ্মী রাজযোগে, সুবিধা পাবে এই রাশির জাতক-জাতিকারা (Zodiac Sign) ।
কন্যা রাশি – মহালক্ষ্মী রাজযোগ শুভ ফল পেতে চলেছে এই রাশির জাতক-জাতিকার। আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবন মধুর হবে। স্বাস্থ্যের উন্নতি, মানসিক চাপ কমবে। চাকুরীজীবীদের জন্য পদোন্নতি। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। আপনি যদি আগে অর্থ বিনিয়োগ করে থাকেন তবে লাভের মুখ দেখবে। অপ্রত্যাশিত লাভের সুযোগ আসবে।
কর্কট রাশি – কর্কট রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। সম্পত্তি, বাহনক্রয় হওয়ার সম্ভাবনা। চাকরি ও ব্যবসায় উন্নতি। স্বাস্থ্যের দিক থেকেও এই সময় ভালো সময়। এই সময়ে ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। যারা নতুন চাকরি খুঁজছেন,তাদের ভাগ্য আপনার সহায় থাকবে। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার। অবিবাহিতদের জীবনের নতুন প্রেম আসতে পারে।
কুম্ভ রাশি – কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সাফল্য। অপ্রত্যাশিত অর্থলাভ। বাজারে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার। বাড়বে আত্মবিশ্বাস। যে টাকা এতদিন আটকে ছিল, হঠাৎ করে পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার ক্ষমতা তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সময় এটি।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।