ওয়েব ডেস্ক : ঘোষণা হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে বসলেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস (Mithun Manhas )। সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিনির পরে বিসিসিআই-এর সর্বোচ্চ পদে বসলেন তিনি। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (AGM) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরভ ও বিনির সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল। মিঠুন মানহাস-এর ক্ষেত্রেও তা হয়েছে বলে খবর ।
বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন রাজীব শুক্লা ( Rajeev Shukla)। তিনি সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি দেবজিত সাইকিয়া মাননীয় সচিব এবং প্রভতেজ সিং ভাটিয়া যৌথ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করবেন ট্রেজারার এ রঘুরাম ভাট। শীর্ষ নীতি ও কৌশলগত পরামর্শের জন্য এপেক্স কাউন্সিলের একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন জয়দেব নীরঞ্জন শাহ। গভর্নিং কাউন্সিলে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অরুণ সিং ধুমল ও এম খাইরুল জামাল মজুমদার। যারা ভারতীয় ক্রিকেটের উন্নয়নমূলক পরিকল্পনা তদারকি করবেন।
আরও খবর : ‘আমি বাড়িতে নেই’, বক্সার মেরি কমের বাড়িতে দুঃসাহসিক চুরি
১৯৭৯ সালের ১২ অক্টোবর জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণ করেন মিঠুন মানহাস (Mithun Manhas )। ঘরোয়া ক্রিকেটে তিনি একজন পরিচিত মুখ। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলা ছাড়াও মাঝে মাঝে অফ-স্পিন বোলিং ও প্রয়োজনে উইকেটকিপিং করছেন। সিনিয়র খেলোয়াড়রা আন্তর্জাতিক দায়িত্বে থাকার কারণে তিনি প্রায়শই দিল্লি দলের অধিনায়কত্ব করেছিলেন। বিশেষভাবে তিনি দিল্লি দলের নেতৃত্ব দিয়েছিলেন যখন তরুণ বিরাট কোহলি তাঁর ডেবিউ করেছিলেন। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তিনি ১৫৭ ম্যাচে ৯,৭১৪ রান সংগ্রহ করেছেন, গড় প্রায় ৪৬। ২৭টি শতক ও ৪৯টি অর্ধশতক রয়েছে তাঁর।
প্রসঙ্গত, ক্রিকেটারের চেয়ে একজন দক্ষ প্রশাসক হিসাবেই বেশি পরিচিত মানহাস (Mithun Manhas )। এতদিন তিনি ছিলেন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদে। নর্থ জোনের কনভেনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিভিন্ন মহলের মতে, ক্রিকেট মাঠে এবং প্রশাসনিক ক্ষেত্রে মানহাসের অভিজ্ঞতার জন্য তাঁকেই বিসিসিআই প্রেসিডেন্ট পদে বেছে নেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর :