Monday, September 29, 2025
spot_img
HomeScrollবালি ঘোষপাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলে প্রকৃতির ছোঁয়া পাটের ব্যবহারে অপরূপ মণ্ডপসজ্জা
Durga Puja 2025

বালি ঘোষপাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলে প্রকৃতির ছোঁয়া পাটের ব্যবহারে অপরূপ মণ্ডপসজ্জা

বালি ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসবের ৭২তম বর্ষে প্রকৃতির ছোঁয়া

হাওড়া: হাওড়ার (Howrah) বালি (Bali) ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব (Durga Puja) কমিটি এ বছর পদার্পণ করল তাদের ৭২তম বর্ষে। দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ এই পুজো প্রতিবছরই থিম ও ভাবনায় নজর কেড়েছে। এবারের থিম ‘প্রকৃতির রতনে সাজাবো যতনে’ (District Puja)।

প্যান্ডেল ও প্রতিমা সজ্জায় প্রকৃতির ছোঁয়া আনার জন্য আয়োজকরা ব্যবহার করেছেন পাটকাঠি ও পাটের কাজ। ঢাকের আদলে সাজানো হয়েছে দুর্গা প্রতিমা, যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। উদ্যোক্তাদের বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব ভাবনা তুলে ধরা হচ্ছে, অন্যদিকে পাটচাষীদের উৎসাহিত করাই মূল লক্ষ্য।

আরও পড়ুন: বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে নদিয়ার এই পুজো মণ্ডপ

শুধু প্রতিমা বা প্যান্ডেল নয়, পুজোর চার দিন জুড়েই থাকবে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই থাকবে কমিটির আয়োজনে। ফলে পুজো যেমন আনন্দের বার্তা নিয়ে আসছে, তেমনি সামাজিক দায়িত্ববোধও তুলে ধরছে।

কমিটির সদস্যদের আশা, এই অভিনব ভাবনা মানুষকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করবে এবং পাটচাষের গুরুত্ব নতুন করে সামনে আনবে। দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যেই賑 বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে ঘোষপাড়ায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News