Tuesday, October 14, 2025
HomeScrollনদিয়ায় দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গিকার
Nadia

নদিয়ায় দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গিকার

নদিয়ায় প্রথম পরিবেশ বান্ধব রাস্তা, মানিকনগরে উৎসবমুখর উদ্বোধন

নদিয়া: নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে নির্মাণ কাজ শুরু হল জেলার প্রথম পরিবেশ বান্ধব রাস্তা। এই প্রকল্পের তত্ত্বাবধানে থাকবেন প্রধান ইঞ্জিনিয়ার এবং বিশেষ তৎপরতায় উপস্থিত ছিলেন শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী (District News)।

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অর্থায়নে তিনটি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩৮ লক্ষ টাকা। ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা তৈরি করা হয়েছে, যা ব্যবহার করা হচ্ছে এই রাস্তায়। প্রধান রাস্তার দৈর্ঘ্য বা পরিমাপের বিস্তারিত জানানো হয়নি, তবে পরিকল্পনা অনুযায়ী এটি আধুনিক ও টেকসই হবে। রাস্তা উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। গ্রামে আদিবাসী নৃত্য ও বিভিন্ন আতিথেয়তার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিধায়ক জানান, জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণে তিনি পুরো অনুষ্ঠান কাল উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ২৬-এর দিক নির্দেশ জয় প্রকাশ মজুমদারের

বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দলীয় রাজ্য স্তরের সমর্থনে আমরা শান্তিপুরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছি। মানিকনগরের রাস্তা এই দৃষ্টান্ত স্থাপন করছে।”
এলাকাবাসীরা খুশি, একদিকে পরিবেশের দূষণ রক্ষা, অন্যদিকে উন্নত প্রযুক্তি গ্রহণ—দুইই সুবিধা পাচ্ছেন। মানিকনগরের রাস্তা নির্মাণের মাধ্যমে শুধুমাত্র গ্রামীণ যোগাযোগ উন্নত হবে না, বরং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার-এর ক্ষেত্রে নদিয়ার জন্য এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News