Wednesday, November 5, 2025
HomeScrollআজ থেকে রাজ্যে শুরু SIR, বাড়ি বাড়ি ফর্ম বিলিতে নামলেন বিএলওরা
SIR

আজ থেকে রাজ্যে শুরু SIR, বাড়ি বাড়ি ফর্ম বিলিতে নামলেন বিএলওরা

গত এক সপ্তাহ ধরে চলেছিল তাঁদের প্রশিক্ষণ পর্ব

কলকাতা: রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR- Special Intensive Revision) প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। মঙ্গলবার থেকেই ব্লক স্তরের সরকারি আধিকারিক ও বুথ লেভেল অফিসাররা (বিএলও-BLO) বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন। গত এক সপ্তাহ ধরে চলেছিল তাঁদের প্রশিক্ষণ পর্ব, যা সোমবার শেষ হয়েছে।

এই ফর্ম বিলির কাজ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর পাওয়া তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আপত্তি ও অভিযোগ জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। সেই অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি, যার পরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা।

আরও খবর: গ্রিন লাইনে ‘লো-রিডারশিপ’, স্টাডি শুরু করল মেট্রো

তবে এসআইআর ঘিরে ইতিমধ্যেই রাজ্যে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। কয়েকটি মৃত্যুর ঘটনার নেপথ্যে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজই অযথা ভয়ের রাজনীতি ও গুজবের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিএলওরা জানিয়েছেন, ফর্ম বিলি ও তথ্য সংগ্রহের কাজে পর্যাপ্ত নিরাপত্তা না পেলে সমস্যা হতে পারে। যদিও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্যের।

তৃণমূল কংগ্রেসও আজ থেকে রাজ্যের পঞ্চায়েত ও পুর এলাকায় ৬,২০০ সহায়তা কেন্দ্র চালু করেছে। সেখানে সাধারণ মানুষকে ফর্ম পূরণের সাহায্য করবেন দলীয় কর্মীরা। উদ্দেশ্য, কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। সব মিলিয়ে, বিতর্ক ও দোলাচলের আবহে রাজ্যে শুরু হল এসআইআর-এর নতুন অধ্যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News