ওয়েবডেস্ক- রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আতঙ্ক (SIR Panic) ! আত্মহত্যা থেকে শুরু করে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা, রাজ্যে ইতিমধ্যেই এক উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হলেন এক ব্যক্তি। অসুস্থ হয়ে বিছানা নিলেন কালনার (Kalna) মহাপ্রভু পাড়া এলাকার বাসিন্দা ক্ষিতীশ শর্মা (৫৬) (Kshitish Sharma) । ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, এসআইআর ঘোষণার পর থেকেই চিন্তায় ছিলেন, বলতেন ভোটার তালিকায় তাঁর নাম নেই। কিন্তু খুব উদ্বেগে ছিলেন। এর পরেই হঠাৎ-ই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। বাবার এই অবস্থায় উপ পুরপ্রধানের দ্বারস্থ হলেন কন্যা।
ক্ষিতীশবাবুর মেয়ের কথায়, পরিবারে মধ্যে একমাত্র রোজগেরে ছিলেন বাবা। কিন্তু এসআইআর ঘোষণার পর থেকেই খুব উদ্বেগে ছিলেন। মনে হয় সেই কারণে স্ট্রোক হয়ে গেল। উপপ্রধান নয় ছাড়াও ক্ষিতীশ বাবুর মেয়ে কালনা ১ নম্বরের বিডিও দফতরেও গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই কালনার মহাপ্রভু পাড়া বাড়ি ভাড়া নিয়ে থাকেন ক্ষিতীশ শর্মা। কমিশনের কথা মতো ২০০২ এর তালিকায় নাম থাকতে হবে। কিন্তু ক্ষিতীশবাবুর সেই তালিকায় নাম ছিল না। সেই আতঙ্কেই গত ২৯ অক্টোবর তাঁর স্ট্রোক হয় তাঁর দাবি পরিবারের।
আরও পড়ুন- SIR ইস্যুতে মতুয়াদের অনশন আজ পঞ্চম দিনে
কালনা হাসপাতালে ভর্তি করা হয় ক্ষিতীশ শর্মা। আগেই থেকে অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, মাস দেড়ের জন্য বেড রেস্ট নিতে হবে। এখন তিনি বাড়িতে আছেন।
ক্ষিতীশ বাবু জানিয়েছেন, তার বাবা মা অনেক ছোটবেলায় মারা গিয়েছেন। মায়ের মানসিক ভারসাম্য ঠিক ছিল না। এক ভদ্রলোক আমাকে আটাত্তর সালের আগে কালনায় নিয়ে এসেছিলেন। তাঁদের বাড়িতেই মানুষ। বড় হয়ে গাড়ি চালানোর কাজ শিখি, তার পর সেই কাজই করি। এসআইআর শুরু হতেই অনেকে আমাকে জানাল তোমার নাম নেই। সেই নিয়ে উদ্বেগে আছি। দুটি মেয়ে, তাদের ভবিষ্যত কি হবে, সেই নিয়েই চিন্তা করছিলাম।
দেখুন আরও খবর-







