কলকাতা: রাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC-School Service Commission)শূন্যপদ পুনরায় যাচাই-বাছাই করার পর নতুনভাবে পাঠানো তালিকায় আগের তুলনায় ৬৯টি কম দেখা গেছে। শিক্ষা দফতর থেকে স্কুল সার্ভিস কমিশনে প্রেরিত আপডেট শূন্যপদের ভিত্তিতে পরীক্ষা ও পরবর্তী ভেরিফিকেশনের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ৩ মাস ধরে ময়নার ১২ হাজার উপভোক্তার ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ! শাসক-বিরোধী তরজা চরমে
এক নজরে…
-
শিক্ষা দফতর প্রথমে এসএসসি-কে ১২,৫১৪ শূন্যপদের তালিকা প্রেরণ করেছিল।
-
আইন অনুযায়ী ভেরিফিকেশন/ইন্টারভিউর ১৫ দিন আগে আপডেট ভ্যাকেন্সি প্রকাশ করতে হয়; সেই আপডেটের পরে শূন্যপদের সংখ্যা দাঁড়ায় ১২,৪৪৫ (অর্থাৎ আগের তালিকা থেকে ৬৯টি কম)।
-
এসএসসি জানিয়েছে, আপডেট করা শূন্যপদের তালিকা আসার পরই ভেরিফিকেশন ও ইন্টারভিউ-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা দফতর থেকে এই শূন্যপদগুলি পুনরায় স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে।
এসএসসি সূত্রে বলা হয়েছে, ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে — অর্থাৎ গড়ে প্রতি শূন্যপদে প্রায় ১.৬ জনকে ডাকা হচ্ছে। এছাড়া, যদি কাট-অফ মার্কস একাধিক প্রার্থীর মধ্যে সমান হয়, তাহলে সংশ্লিষ্ট সমস্ত প্রার্থীও ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে।
স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল, ভেরিফিকেশন ও ইন্টারভিউ ১৭ নভেম্বর (সোমবার) দিয়ে শুরু করার পরিকল্পনা আছে। শিক্ষা দফতর সূত্রে বলা হয়েছে, নবম-দশম শ্রেণির ফল প্রকাশের কাজ এবং ইন্টারভিউ তালিকা প্রস্তুতি একসাথে চলছে; সবকিছু পরিষ্কারভাবে যাচাই করে তালিকা চূড়ান্ত করা হবে। সব ঠিক থাকলে সোমবারই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।
দেখুন আরও খবর:







