Tuesday, December 2, 2025
HomeScroll“বড় প্রপার্টি, পুরনো কর’’ ফাঁক বন্ধে এবার পদক্ষেপ ফিরহাদ হাকিমের
Firhad Hakim

“বড় প্রপার্টি, পুরনো কর’’ ফাঁক বন্ধে এবার পদক্ষেপ ফিরহাদ হাকিমের

প্রায় ৪৫ কাঠা জমির বার্ষিক কর মাত্র ১০৪ টাকা! শুনেই চমকে যান মেয়র

ওয়েবডেস্ক- কলকাতায় (Kolkata) জমি–বাড়ির কর (Land-House-Tax)  নতুন করে ধাক্কা! পুরসভার (Corporation0  ফোকাস “আন্ডারভ্যালু’ প্রপার্টি। টক–টু–মেয়র (Talk-to-Mayorঅনুষ্ঠানে হরিদেবপুরের এক বাসিন্দা জানান, প্রায় ৪৫ কাঠা জমির বার্ষিক কর মাত্র ১০৪ টাকা, শুনেই চমকে যান মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim। লক্ষ্য: “বড় প্রপার্টি কিন্তু পুরনো কর’’ (Big Property but Old taxesএই ফাঁক বন্ধ করে বেশি রেভিনিউ, তবে সাধারণ বাসিন্দাদের বাড়তি চাপ নিয়ে পুরসভা এখন যোগাযোগ–ক্যাম্প করার কথা ভাবছে।

পুরসভার কর–দফতর শহর জুড়ে, বিশেষ করে বেহালা, কসবা, গরফা, ঠাকুরপুকুর, সরশুনা, জোকা–সহ নতুন সংযুক্ত এলাকায় জমি–বাড়ির পূর্ণ পুনর্মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে।

এ সব অঞ্চলে পুর করের আওতায় সব সম্পত্তিকে নিয়মিত অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করছে পুরসভা। সেইসঙ্গে মিউটেশন প্রক্রিয়া আরও জোর দেওয়া হচ্ছে, যাতে কোনও সম্পত্তি করের বাইরে না থাকে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বহু বছর ধরেই শহরের এই সমস্ত বড় সম্পত্তির কর পুনর্মূল্যায়ন করা হয়নি। হরিদেবপুরের ১২২ নম্বর ওয়ার্ডে ১০৪ কাঠা জমির কর পুরনো হারেই রয়ে গেছে। তবে এই ধরনের সমস্যা সমাধানে আমরা উদ্যোগ শুরু করেছি, যাতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

আরও পড়ুন-  SIR-র কাজ খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

এদিকের মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশের পরেই এই কোমর বেঁধে লেগে পড়েছেন বিভাগীয় কর্মকর্তারা। পুরসভা সূত্রের দাবি, শহর জুড়ে জমি ও সম্পত্তির ন্যায্য কর আদায় নিশ্চিত করতেই এই পুনর্মূল্যানের পদক্ষেপ।

দেখুন আরও খবর

Read More

Latest News