ওয়েবডেস্ক- এসএসসি (SSC) রেজাল্টকে (Result) চ্যালেঞ্জ। মামলা কলকাতা হাইকোর্টে (High Court) বিচারপতি অমৃতা সিনহার এজলাসে (Justice Amrita Sinha) । অযোগ্য ব্যক্তিদের নাম ইন্টারভিউ লিস্ট-এ রাখার অভিযোগের মামলা।
এসএসসিকে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টের। নব প্রকাশিত তালিকায় নেই ক্যান্ডিডেটদের বাবার নাম,কেন নেই ঠিকানা? প্রশ্ন আদালতের। আদালতের নির্দেশ, অযোগ্য হলে ইন্টারভিউ প্রসেস এ অংশ নিতে পারবে না।সমস্ত অযোগ্যদের নাম বাবার নাম দিয়ে লিস্ট পাবলিশ করতে হবে। নতুন পরীক্ষার্থীদের ওর নাম এবং বাবার নাম সহ পরিচয় প্রকাশ করতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে কমিশন তাদের ওয়েবসাইটে অযোগ্যদের OMR sheet প্রকাশ করবে। কমিশনকে অযোগ্যদের সমস্ত তথ্য দিয়ে লিস্ট বের করতে হবে। কোর্ট জানায়, আদালত আশা করছে কমিশন স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ করবে। পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর।
আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এসএসসি র দেওয়া অযোগ্য ব্যক্তিদের লিস্ট এর নাম আছে। রোল নাম্বার এক। নাম এক।
এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাদের নিয়ে মামলা তারা আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী।
নীতিশ রঞ্জন বর্মন(প্রতিবন্ধী ) দেবলীনা মন্ডল (নাম ভুল), নারায়ন চন্দ্র পাল (প্রতিবন্ধী) ,জয়নাল আবেদীন (নাম ভুল )।দুজন বিশেষ ভাবে সক্ষম এর দুজনের আইডেন্টিটি নিয়ে সংশয়ে আছে এসএসসি ।সু প্রিম কোর্টের নির্দেশ আছে (সোমা দাস এর ক্ষেত্রে) বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বিশেষ নজরে দেখতে বলা আছে ।সুপ্রিম কোর্টের নির্দেশ এ বেঁধে দেওয়া আছে।আমরা এর বাইরে যেতে পারি না।
আরও পড়ুন- SSC ভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে আবেদন চাকরিহারাদের
বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন বিশেষ ভাবে সক্ষম হলেও অযোগ্য ব্যক্তিদের কিভাবে সুযোগ দেওয়া হল? সুপ্রিম কোর্টের নির্দেশ অযোগ্যদের কখনই স্থান দেওয়া হবে না। বিশেষ ভাবে সক্ষমদের অবশ্যই সুযোগ দেবার কথা বলা আছে কিন্তু সেটা যোগ্যদের।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, না সুপ্রিম কোর্ট বিশেষ ভাবে প্রতিবন্ধীদের কথা বলেছে বাকি আর কিছু বলেনি। নির্দেশ নামার ৪৮ ও ৪৯ প্যারায় উল্লেখ আছে।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলেনি অযোগ্য দের সুযোগ দিতে। বলা আছে অযোগ্যরা সুযোগ পাবে না। এর পর বিশেষ ভাবে সক্ষম এর ক্ষেত্রে এই প্রশ্ন আসছেই না।
দেখুন আরও খবর-







